ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ভারত খুব শীঘ্রই আমেরিকার পণ্যের ওপর থেকে শুল্ক কমাবে। এর আগেও এই ধরনের দাবি করেছিলেন ট্রাম্প। তবে সেই সময় ভারত সরকারের তরফ থেকে সংসদে জানিয়ে দেওয়া হয়েছিল, দিল্লির তরফ থেকে ওয়াশিংটনকে এই নিয়ে কোনও কথা দেওয়া হয়নি। এদিকে ২ এপ্রিল থেকেই আমেরিকা পারস্পরিক শুল্ক চাপাতে শুরু করবে। এই আবহে দিনটিকে 'মুক্তি দিবস' হিসেবে আখ্যা দিচ্ছেন ট্রাম্প। এই আবহে ৩১ মার্চ হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প বলেন, 'আমি শুনেছি ভারত তাদের শুল্ক অনেকটা কমাতে চলেছে। অনেক দেশই তাদের শুল্ক কমাতে চলেছে।' (আরও পড়ুন: 'জাপান ৭০০%, ভারত ১০০%...', শুল্𓃲ক ঘিরে জল্পনার মাঝে মুখ𒐪 খুলল হোয়াইট হাউজ)
আরও পড়ুন: উত্তরপূর্ব ভꦦারত নিয়ে চিনকে 'অর্🐲থনৈতিক উপদেশ' দেওয়া ইউনুস 'ভিক্ষা বাটি' হাতে তৈরি
এর আগে লাগাতার ভারতীয় শুল্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের মার্কিন সফরের সময়ই তিনি এই সব মন্তব্য করেছিলেন। 'ভিনদেশ' থেকে আসা কৃষিপণ্যকে 'নোংরা' আখ্যা দিয়ে আক্রমণ শানিয়েছিলেন ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে কৃষি ক্ষেত্রে আমেরিকাকে যাতে ভারত তাদের বাজারে প্রবেশাধিকার দেয় এবং শুল্ক কমায়। উল্লেখ্য, ২ এপ্রিল থেকে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতও রয়েছে। ট্রাম্প বারবার ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করে এসেছেন। তিনি বিগত দিনে ভারতকে 'শুল্কের রাজা' বলে অভিহিত করেছিলেন। ট্রাম্পের কথায়, 'ভারতের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আমার একমাত্র সমস্যা হলো তারা বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির একটি। আমি মনে করি তারা সম্ভবত এই শুল্ক কমাবে। তবে ২ এপ্রিল থেকে আমরাও তাদের ওপর সেই শুল্ক চার্জ করব, যা তারা আমাদের পণ্যে বসাবে।' (আরও পড়ুন: 'প♑ার্বত্য চট্টগ্রাম তো ভারতের অংশ🧸 হতে চায়', উঠল বাংলাদেশ ভাগের ডাক)
আরও পড়ুন: সন্তান কার? সামনে চলে এল '১৪ বাচ্চার বাবা🥀' ইলন মাস্কের 'কেচ্ছা'
আরও পড়ুন: খলিস্তানি পান্নুনের হাত থেকে ড🦩োভালকে 'ব💞াঁচায়' মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা!
এদিকে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভ⛎ারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। এদিকে গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়ে♓ছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরে শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।