ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি। আর এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের বানসকণ্ঠে বাজি কারখানায় ঘটল ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। জানা গিয়েছে, সেখানে বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেসা শহরের কাছে অবস্থিত একটি ইউনিটে। মঙ্গলবার বেলার দিকে এই ঘটনাটি ঘটে। বিস্ফোরণের খবর পেয়েই সেখানে উদ্ধার অভিযান চালাতে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নেহা পাঞ্চাল জানিয়েছেন, বিস্ফোরণে আগুন ধরে ভবনের একাংশ ধসে পড়ায় বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। (আরও পড়ুন: উত্তরপূর্ཧব ভারত নিয়ে চিনকে 'অর্থনৈতিক উপদেশ' দেওয়া ইউনুস 'ভিক্ষা বাটি' হাতে তৈরি)
আরও পড়ুন: ঝাড়খণ্ডে ধর্মীয় যাত্রায় ম💟হিলা ভক্তদের ওপর পাথর𝓰 ছোড়ার অভিযোগ, ছড়াল উত্তেজনা
বনাসকণ্ঠের কালেক্টর মিহির প্যাটেল বলেন, 'আজ সকালে আমরা দেসা শিল্পাঞ্চলে একটি বড় বিস্ফোরণের খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। আহত চার শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে কারখানার স্ল্যাব ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে কোনো ব্যক্তি চাপা পড়েছে কি না, তা খতিয়ে দেখে উদ্ধার অভিযান চলছে।' এদিকে বনাসকণ্ঠের পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানাও জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। অভিযানে সহায়তার জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দলও ঘটনাস্থলে উপস্থিত পৌঁছায়। বিস্ফোণের আসল কারণ খুঁজতে তদন্ত শুরু হবে বলে জানান পুলিশ কর্তা। (আরও পড়ুন: ধর্ষণের মাম🦋লায় পঞ্জাবের 'ইয়েশু' যাজক বাজিন্দর সিংয়ের যাবজ্জীবন কারাদণ্ড)
আরও পড়ুন: 'পার্বত্য চট্টগ্রাম ﷽তো ভারতের অংশ হতে চায়', উঠল বা🤪ংলাদেশ ভাগের ডাক
এদিকে ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। এদিকে শুভেন্দু অধ🅺িকারী থেকে সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূলকে তোপ দেগে চলেছেন। এরই মাঝে মঙ্গলবার দুপুরে ঢোলাহাটে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা। তৃণমূল নেতা বলেন, 'পুলিশ চন্দ্রকান্ত বণিককে আটক করেছে। এখানে ফরেন্সিক দল আসবে। তারা রিপোর্ট দিলে বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।' টাকার বিনিময়ে ঘনজনবসতিপূর্ণ 🎀এলাকায় বাজি কারখানার লাইসেন্স দেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, 'আমি এখানকার বিধায়ক সমীরবাবুকে চিনি। তিনি সজ্জন ব্যক্তি। আর পুলিশের ব্যাপারটা জেনে বলতে হবে।'