লেখক সলমন রুশদির উপর যে হামলা চালিয়েছে সেই হামলাকারীর প্রশংসা করল ইরানের একাধিক কট্টরপন্থী সংবাদপত্র। 'S🌟atanic verses' এর লেখকের উপর ভয়াবহ হামলা হয়েছে নিউ ইয়র্কে। মঞ্চে বক্তব্য রাখার জন্য় উঠেছিলেন তিনি। সেই সময় ছুরি দিয়ে হামলা চালানো হয়। নিউ জার্সির বাসিন্দা হাড়ি মাতার নামে এক ব্যক্তি এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ।
ইরানের সংবাদপত্র ক্যায়হানের তরফে বলা হয়েছে, দুষ্ট সলমন রুশদির উপর হ♕ামলাকারীকে হাজার হাজার সাবাশ। ভগবানের শত্রুর কাঁধ যিনি ভেঙে দিয়েছেন তাঁর সেই হাতে চুম্বন করা উচিত।
Asr Iran news site এর তরফꦿে আয়াতোল্লা রুহোল্লা খোমেনির একটি উ🍎দ্ধৃতিকে তুলে ধরা হয়েছে যিনি ভারতে জন্ম ওই লেখকে খুন করার জন্য গোটা বিশ্বের মুসলিম সমাজকে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তির একদিন টার্গেটকে আঘাত করবেই। সেটাই তুলে ধরা হয়েছে সংবাদে।
ভাতান এমরোজের শিরোনাম করা হয়েছে, সলমন রুশদির কাঁধ෴ে ছুরি। খরোসান ডেইলির তꦗরফে শিরোনাম করা হয়েছে, শয়তান 𓃲এখন নরকের পথে। তবে কেমন আছে সলমন রুশদি?
সূত্রের খবর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ঘটনার পরে শুক൩্রবার তিনি কথা বলতে পারছিলেন না। গোটা বিশ্বের লেখকরা এই হামলার নিন্দা করেছেন। তাঁদের মতে এটি মত প্রকাশের স্বাধীনতার উপর কুঠারাঘাত।