বাস ও গাড়ির মুখোমুখি সং🉐ঘর্ষে মৃত্যু হয়েছে মুম্বই পুলিশের পোর্ট জোনের ডিসিপি সুধাকর পাথারের। তবে মহারাষ্ট্র নয় দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। জানা গেছে, প্রশিক্ষণের জন্য হায়দরাবাদে গিয়েছিলেন তিনি। ছুটির দিন থাকায় গাড়ি করে বেরিয়েছিলেন তিনি। কিছুদিন পরেই সুধাকর পাথারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে পদোন্নতি হওয়ার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, সুধাকর পাথারে প্রশিক্ষণের জন্য গত একমাস হায়দরাবাদে ছিলেন। ছুটির দিনে তার ভাই ভাগবত খোডাকের সঙ্গে তিনি গাড়িতে করে শ্রীশৈলম যাচ্ছিলেন। সকাল ১১.৪৫ নাগাদ, নাগরকুর্নুল জেলার ডোমালাপেন্টা-এর কাছে তেলঙ্গানার একটি রাষ্ট্রীয় পরিবহন বাস তাদের গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনায় সুধাকর পাথারে মাথায় গুরুতর আঘাত পান এবং তার ভাইও গুরুতর আহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উভয়কেই গুরুতর 🐓আহত অবস্থায় তড়িঘড়ি নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মহারাষ্ট্রের এক পুলিশ আধিকারিক বলেন, স্বরাষ্ট্র দফতর তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিনব দেশমুখকে যত শীঘ্র সম্ভব হায়দরাবাদে একটি টিম পাঠিয়ে ডিসিপির মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন-PM Modi: দেশের সেবায় অনুপ্রাণিত করে! একযুগ 💎পর আরএসএসের সদর দফতরে মোদী
এদিকে, ডিসিপি সুধাকর পাথারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মহারাষ্ট্র পুলিশ।এক্স পোস্টে মুম্বই পুলিশ কমিশনারের তরফে বলা হয়েছে, সুধাকর পাথারে একজন অনুগত পুলিশ অফিসার ছিলেন। পোর্ট সার্কেল মুম্বই এবং নবি মুম্বাইয়ে আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাঁর অবদান অমূল্য। তাঁর আকস্মিক প্রয়াণ পুলিশ বাহিনীতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। অন্যদিকে ডিসিপি দত্ত নালাওয়াড়ে বলেন, 'তেলঙ্গানায় এক মর্মান্তিಞক সড়ক দুর্ঘটনায় ডিসিপি সুধাকর পাথারের অকাল মৃত্যুতে মুম্বই পুলিশ বাহিনী গভীরভাবে শোকাহত। ডিসিপি পাথারে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুলিশ বাহিনীকে সেবা দিয়েছিলেন। বন্দর অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় এবং তার পূর্ববর্তী দায়িত্ব পালনে তার অবদান অমূল্য। তার আকস্মিক প্রয়াণ আমাদের পদে এক গভীর শূন্যতা তৈরি করেছে। মুম্বই পুলিশ বাহিনী তাদের অন্যতম সেরা অফিসারের মৃত্যুতে শোক প্রকাশ করছে।'
আ💮রও পড়ুন-PM Modi: দেশের সেবায় অনুপ্র🐭াণিত করে! একযুগ পর আরএসএসের সদর দফতরে মোদী
২০১১ ব্যাচের পুলিশ আধিকারিক ছিলেন সুধাকর পাথা🙈রে। তিনি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার বাসিন্দা ছিলেন। বর্তমান꧟ে শহরের বন্দর অঞ্চলে কর্মরত ছিলেন সুধাকর পাথারে। এর আগে তিনি নভি-মুম্বই, পুণে এবং থানেতে ডিসিপি পদে ছিলেন। সাতারা এবং অমরাবতীর মতো জেলায় পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন।গত বছর বদলাপুরে দুই শিশু পড়ুয়ার হেনস্থাকাণ্ডের তদন্তে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি।সেই সময় ওই এলাকায় ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। এই মামলায় মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে এনকাউন্টার করে পুলিশ।