নিউ ইয়র্কের সাহিত্যসভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন সলমন রুশদি। সেখানেই ছুরি দিয়ে আঘাত করা হয় তাঁকে। তবে শনিবারের মিডিয়া রিপোর্ট বলছে এর আগে সলমন রুশদি তাঁর চারদিকে💟 অতিরিক্ত নিরাপত্♉তা থাকছে বলে নালিশ করতেন।
satanic Verses লেখার পর থেকেই তিনি নানাভাবে খুনের হুমকি পেতেন। তাঁর চারদিকে কড়া নিরাপত্ত𒉰া বলয়ও থাকত। মুম্বইতে জন্মেছিলেন সলমন রুশদি। সেই সলমন রুশদির উপর নিউ ইয়র্কে ঝাঁপিয়ে পড়েছিল ২৪ বছর বয়সী এক যুবক। রক্তাক্ত অবস্থায় রুশদিকে এয়ার লিফ্ট করে হাসপাতালে নিয়ে আসা হয়। উত্তর পশ্চিম পেনসিলভানিয়ার হাসপাতালে ৭৫ বছর বয়সী ওই লেখককে ভর্তি করা হয়। গোটা বিশ্বের লেখকরা এই ঘটনার নিন্দা করেছেন।
এদিকে ২০০১ সালে এই সলমন রুশদি প্র🐼কাশ্য়ে অভিযোগ জানিয়েছিলেন, আমার চারদিকে বড্ড বেশি নিরাপত্তা বাহিনী থাকে। নিউ ইয়র্ক পোস্টে এমনটাই রিপোর্ট করা হয়েছে।
প্রা𝐆গ রাইটার্স ফেস্টিভালে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, এখানেও আ𒆙মার চারদিকে এত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখে আসলে আমার খুব অস্বস্তি লাগে। আমার মনে হয় এটা খুব অপ্রয়ো💯জনীয়। এটা একরকম বাড়াবা🗹ড়ি হয়ে যাচ্ছে। এটা আমার অনুরোধে করা হয়নি।