কেমব্রিজ ডিকশনারি। তাদের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে। ১লা এপ্রিল ২০২৫। এই দিনেই তাদের তরফ থেকে একটি ঘোষণা। আর সেই ঘোষণা পরে রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। সেখানে উল্লেখ করা হয়েছে, আমাদের কমিউনিটির জন্য় একটি বিশেষ ঘোষণা। আমরা আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেয়ার করতে চাই। আমাদের কমিউনিটির সদস্যরা ইংরেজি বানান নিয়ে মহা লড়াই চালান। মূলত যে বানানগুলি কিউ দিয়ে শুরু হয়। q দিয়ে যে বানানগুলি শুরু হয়। এরপর লেখা হয়েছে এবার কেমব্রিজ ডিকশনারি থেকে q অক্ষরটাই তুলে দেওয়া হচ্ছে।
এবার বলা হয়েছে সমস্ত শব্দ যেগুলি qu দিয়ে শুরু হত সেগুলি এবার থেকে k অথব﷽া kw হবে যেমন kwiet, ekwipღment, antike
এরপর লেখা হয় কেন এটা করা হল সে🌠টা জানত🃏ে প্রথম লিঙ্কটা ক্লিক করুন।
তবে সেই লিঙ্ক ক্লিক করার আগে পাঠকদের তো অনেকেরই অবাক হওয়ার পালা। এটা আবার কী রকম! অভিধান থেকে উঠে যাচ্ছে কিউ অক্ষরটা। এটা কি আদৌ সহজ হবে নাকি আরও জট♑িল হবে ব্যাপারটা? এটা ক🔯ি আদৌ সম্ভব?
নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। আর তার মধ্য়েই এবার সামনে আসে সেই লিঙ্ক। আর প্রথম কমেন্টের সেই লিঙ্ক খুলতেই লেখা রয়েছে, এপ্রিল ফুলস ডে। এরপর লেখা ১ এপ্রিল🎐 যখন মানুষ অন্যকে ꧅বোকা বানায়।
তবে কেমব্রিজ ডিকশনারির এমন মজার উদ্যোগ💯কে ঘিরে হাসির রোল নেটপাড়ায়। অনেকেই প্রশ্ন করেছেন এটা কি এপ্রিল ফুল♈? কেমব্রিজ ডিকশনারি উত্তর দিয়েছেন, একদম ঠিক বলছেন আজ তো এপ্রিল ফুলস ডে।