Sandeep Dikshit reason for Kejriwal's loss: কেজরিওয়ালের কাছেই হেরেছিলেন মা শীলা, নিজে না জিতেও ‘বদলা’ সন্দীপ দীক্ষিতের
Updated: 08 Feb 2025, 05:19 PM IST২০১৩ সালে দিল্লি বিধানসভা ভোটে তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে লড়াই করে জিতেছিলেন কেজরিওয়াল। সেই আসনে এবার কেজরি নিজে হেরেছেন। এদিকে শীলা পুত্র সন্দীপ কংগ্রেসের টিকিটে লড়েও দাগ কাঁটতে পারেননি। তবে সন্দীপ 'বদলা' নিয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি