শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় রাতে উত্তাপের পারদ চড়ল প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিডস ইউনাইটেডের ম্যাচে। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের প্রতি মুহূর্তে ছিল টানটান উত্তেজনা। এদিন প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েছিল লিডস ইউনাইটেড। বিরতির পর এক মিনিটের মধ্যে𓂃 খেলার রং পরিবর্তন করে দেয় লিডস। ম্যান ইউর জালে পরপর দুবার বল পাঠায় লিডস ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত দুই বদলি ফুটবলারের নৈপুণ্যে অনবদ্য জয়ের মধ্যে দিয়ে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রালফ রাংগনিকের দল।
প্রতিপক্ষের মাঠে প্রিমিয়র লিগꦬের ম্যাচে ৪-২ গোলে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হ্যারি ম্যাগুইয়ার ও ব্রুনো ফার্নান্ডেসের গোলে ম্যান ইউ ম্যাচে এগিয়ে যায়। লিড💞সকে ম্যাচে ফেরান রড্রিগো ও রাফিনিয়া। সফরকারীদের হয়ে এরপরে দুটি গোল করেন ফ্রেড এবং অ্যান্থনি এলেঙ্গা।
ম্যাচের ৩৪তম মিনিটে এগিয়ে যায় ম্🎃যান ইউ। লিউক শ'র কর্নারে ডি-বক্সে হেডে গোল করেন অধিনায়ক ম্যাগুইয়ার। বিরতির আগে জ্যাডন স্যাঞ্চোর ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্ডেস। বিরতিতে ম্যান ইউ এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৫৯ সেকেন্ডের মধ্যে দুই গোল করে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে লিডস। রড্রিগো দারুণ গোলে লিডসের হয়ে ব্যবধান কমান। ব্যবধান কমানোর পর কাছ থেকে দুরন্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান রাফি♕নিয়া।
৬৭তম মিনিটে পগবার বদলে ফ্রেডকে নামানো হয়। মাঠে নামার দুই মিনিট পরেই দার𒀰ুণ গোলে দলকে এগিয়ে দেন তিনি। বাঁ পায়ের শটে দুরꦗূহ কোণ থেকে খুঁজে নেন গোলের ঠিকানা। নির্ধারিত সময়ের দু মিনিট বাকি থাকতে টানটান উত্তেজনার ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ম্যাচে জয় নিশ্চিত করেন এলেঙ্গা। গোলটি করে পুরো পয়েন্ট নিশ্চিত করেন ১৯ বছর বয়সি এই সুইডিশ ফরোয়ার্ড। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।