মোহনবাগানে কি এখন হোসে মোলিনা টাইম 💧চলছে? আসলে চলতি মরশুমে দারুণ ফর্মে রয়েছে মোহনবাগান, লিগ শিল্ড আগেই জিতেছে, এবার আইএসএল ২০২৪-২৫ ফাইনালেও জায়গা করে নিয়েছে হোসে মোলিনার মোহনবাগান। সোমবার ঘরের মাঠে দ্বিতীয় লেগ থেকে ফাইনালে উঠতে অন্তত দু’গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল টানা দু’বারের শিল্ডজয়ীদে🐼র। সেই ২-০-র ব্যবধানেই জিতে ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান।
৫০ মিনিটের মাথায় নিজেদের বক্সের মধ্যে বলে হাত ছুঁইয়ে ফেলেন জামশেদপুরের ডিফেন্ডার প্রণয় হালদার। 𝓰এই হ্যান্ডবলের ফলে পাওয়া পেনাল্টি থেকে প্রথম গোল পায় মোহনবাগান। অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিন্সের গোলে ১-০ করে হোসে মোলিনার দল। ম্যাচের সংযুক্ত সময়ে অসাধারণ ও বিশ্বমানের গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন আপুইয়া।
আরও পড়ুন … IPL 2025 KKR vs LSG: দুই দলের সম্ভাব্য একাদশ💝 থেকে আবহাওয়া ও পিচ রিপোর্ট, হেড-টু-🔥হেডের লড়াইয়ে এগিয়ে কারা
এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি মোহনবাগানে হোসে মোলিনা টাইম চলছে? আসলে বেশ কয়েক বছর আগে এই ছবিটাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দেখা যেত। ফার্গুসন যখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন, তখন প্রায়ই দꦏেখা যেত ম্যাচের ৯০ মিনিট বা তার পরে গিয়ে গোল হত। মনে করা যাক, ম্যাচটা ড্র-এর দিকে যাচ্ছিল, কিন্তু ৯০+৪ মিনিটে গোল করে ম্যাচটা জিতে যেত ম্যান ইউ।
আরও পড়ুন … IPL 2💟025: কোহলিকে দেখে ওয়াংখেড়ের বিরাট গর্জন! ꩲ‘শোর মিটার’-এ উঠল ১৩৮ ডেসিবেল
এই মরশুমে মোহনবাগানের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। একবার নয়, অনেকবার ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পরে গোল করে ম্যাচ জিতেছে মোহনাবাগান। যেমন, কেরালার বিরুদ্ধে ৯০+৪ মিনিটে অ্যালড্রেডের গোল, ওড়িশার বিরুদ্ধে ৯২:৪২ মিনিটে দিমির গোল, আর গতকাল ৯০+৪ মিনিটেই আপুইয়ার গোল। এই কারণেই ভক্তরা বলতে শুরু করেছেন মোহনবাগানে এ🎃খন কোচ হোসে মোলিনার টাইম চলছে।
আরও পড়ুন … IPL 2025: KKR vs LSG ম্💎যাচ হবে ইডেনের চার নম্বর পিচে! নাইটদের অনুরোধ শুনলেন না কিউ🍸রেটর?
ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে মোহন কোচকে প্রশ্ন করা হয়েছিল, ‘ফার্গুসনের সময় যেমন 'Fergie Time' ছিল, এখন কি সেটা 'Molina's Time' হয়ে দাঁড়াচ্ছে?’ এর উত্তরে হোসে মোলিনা বলেন এটা ‘মোহনবাগানের টাইম’ চলছে। এই সময়ে আপুইয়া ও পুরো দলের প্রশংসা করেন তিনি। মোহনবাগান কোচের কথা🍎য় যদি এটা মোহনবাগান টাইম হয়ে তাকে তবে ১২ এপ্রিল যুবভারতীতে ISL 2024-25-এর ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে হারেয়ি নতুন ইতিহাস লিখবে সবুজ মেরুন ব্রিগেড।