এবার পুরোদমে কোচিং শুরু করতে চলেছেন মোহনবাগানের প্রাণ ভোমরা জোসে রামিরেজ ব্যারেটো। এই ব্রাজিলিয়ান তারকা দীর্ঘ দশ বছরের বেশি🍒 সময় খেলেছেন সবুজ মেরুন শিবিরের হয়ে। সেই সময় আজকের মোহনবাগানের সঙ্গে ভালো স্পন্সরও ছিল না। এত বিশ্বকাপ বা না💞ম করা বিদেশিরাও ছিল না। কিন্তু মোহনবাগানের পতাকা বরাবরই শীর্ষে তুলে ধরেছিলেন সবুজ তোতা।
২০১২ সালের মে মাসে মোহনবাগান ক্লাবের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন সবুজ মেরুন জনতার নয়নের মণি। পুণে এফসির বিরুদ্ধে সেই ম্যাচে ব্রাজিলিয়ান ব্যারেটো বাঁপায়ে শুধু গোলই 🃏করেননি, দলকে জিতিয়েছিলেন লিমা-ওডাফাদে সঙ্গে খেলে। এরপর ম্যাচের সেরাও হয়েছিল জোসে রামিরেস ব্যারেটো। তারপর আরও দু বছর মতো খেলা চালিয়ে গেছিলেন তিনি। শেষ ১ দশক তিনি যুক্ত রয়েছেন মুম্বইয়ের রিলায়েন্স অ্যাকাডেমির সঙ্গে।
মোহনবাগানের ব্রাজিলিয়ান কিবংদন্তি ব্যারেটোকে স্রেফ সবুজ মেরুন সমর্থকরাই নন, ইস্টবেঙ্গল সমর্থকরাও ততটাই ভালোবাসেন তাঁর ভদ্র নম্র ব্যবহারের জন্য। কখনই বিতর্কে জড়াননি তিনি, বরং সদাহাস্য স্বভাবের জন্য তাঁকে প্রতিপক্ষ দলের ফুটবলাররা🦩ও অত্যন্ত স্নেহ করতেন। খেলার মাঠে শত্রুতা থাকলেও অඣনেক সময়ই তা ভুলে প্রতিপক্ষ ফুটবলারদের পাশে দাঁড়াতেন এই তারকা।
অবশেষে মুম্বইয়ের রিলায়েন্স অ্যাকাডেমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সাও পাওলো থেকে উঠে আসা এই প্রাক্তন ফুটবলার। দীর্ঘ দশ বছর ধরে নেদারল্যান্ডসের কোচ মার্কের তত্ত্বাবোধানꦏে রিলায়েন্স অ্যাকাডেমিতে জুনিয়র দল বা অনূর্ধ্ব ১৭ দলের সহকারি কোচের পদে ছিলেন ব্যারেটো। এবার তিনি চাইছেন পুরোদমে সিনিয়র দলের কোচিং করাতে, স🎃েই কারণেই আর রিলায়েন্স অ্যাকাডেমিতে থাকতে চান না তিনি।
রিলায়েন্স অ্যাকাডেমিতে কাজ করার পাশাপাশি ব্যারেটো সেড়ে ফেলেছেন নিজের এ লাইসেন্সিং। ফলে আইএসএলের কোনও ক্লাবের সহকারী কোচ হতেই পারেন তিনি। এছাড়াও এই লাইসেন্স দিয়েই তিনি আইলিগে কোচিং করাতে পারবেন, আর জুনিয়র দলের দায়িত্বে না থেকে এবার সিনিয়রদের নিয়েও কাজ করতে চাইছেন সবুজ তোতা। তাই আসন্ন জুন মাসে চুক্তি শেষ হতে চললেও ই𒁏♏তিমধ্যেই রিলায়েন্স ফুটবল অ্যাকাডেমির কর্তাদের তিনি জানিয়ে দিয়েছেন, আর তিনি সেখানে থাকবেন না।
জানা যাচ্ছে, আইলিগের কোনও দল বা আইএসএলের কোনও দলের সহকারী হিসেবে কাজ করতে করতেই তিনি সেড়ে ফেলতে চাইছেন প্রো লাইসেন্সিংও। যেটার সাহায্যে তিনি চাইছে ভবিষ্যৎে আইএসএলেও কোচিং করাতে পারবেন। আর ব্যারেটো কোচ হতে চাইলে যে তাঁর ক্লাবের অভাব হবে না ভারতীয় ফুটবলে সেকথা বলাই বাহুল্য। তাই ব্রাজিলিয়ান সবুজ তোতা এবার সিনিয়র দলের কোচিংয়েই মন দিতে চাইছেন। আর নিজে গ্রেমিও থেকে উঠে আসায়, তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার পাশাপাশি দলের তরুণদের নিজে হাতে তৈরি করার বিষয়েও পারদর্শি বাগানের স💮বুজ তোতা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।