ইন্ড𝔍িয়ান সুপার লিগের সেমিফাইনালে মোহনবাগানের কাছে হারের ক্ষত এখনও দগদগে। এরই মধ্যে ফের একটি টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে সবুজ-মেরুন শিবিরের কাছে হারতে হল জামশেদপুর এফসিকে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ বা আরএফডিএল ২০২৪-ꦗ২৫'এর সেমিফাইনালে জামশেদপুরের রিজার্ভ দলকে ৫ গোলের মালা পরাল মোহনবাগানের রিজার্ভ দল।
বৃহস্পতিবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে অনুষ্ঠিত সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করল মোহনবাগান এবং সেই সুবাদে আরএফডিএলের ফাইনালের টিকিট নিশ্চিত করে সবুজ-ম⛄েরুন শিবির।
মোহনবাগান বি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। অন্যদিকে জামশেদপুর এফসি এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ চারের টিকিট হাতে পায়। গ্রুপ লিগে জামশেদপুর হারায় ইস্টবꦬেঙ্গলকে। তবে সেমিফাইনালে মোহনবাগানের কাছে পাত্তা পায়নি তারা।
বৃহস্পতিবার সেমিফাইনালের দুই অর্ধে ২টি গোল করেন মোহনবাগানের সেরতো। ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলের লিড নেয় মোহনবাগান। ম্যাচের ১৮ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন সাহিল। ২৩ মিনিটে টাইসন বল জড়ান জামশেদপুরের জালে।💖 ৪৫ মিনিটে সেরতো তাঁর প্রথম গোল করেন।
দ্ব🎐িতীয়ার্ধে জামশেদপুরের ঘাড়ে আরও ২ গোল চাপায় মোহনবাগান। ২৭ মিনিটের মাথায় সেরতো তাঁর দ্বিতীয় গোল করেন। ৭৮ মিনিটে সুপারজায়ান্টের হয়ে পঞ্চম তথা শেষ গোলটি করেন শিবম। ফাইানলে ওঠার সুবাদে মোহনবাগা নেক্স জেন কাপে খেলার যোগ্যতা অর্জন করে।
টুর্নামেন্টের অপর সেমিফাইনালে ক্লাসিক এফএ-র লড়াই এফসি গোয়ার বিরুদ্ধে। সেই ম্যাচের জয়ী দলের বি🥀রুদ্ধে ফাইনাল ম্যাচে মাঠে নামবে মোহনবাগান। জামশেদপুর এফসি তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে সম্মুখসমরে নামবে দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দলের বিরুদ্ধে।
উল্লেখ্য, ক'দিন আগেই জামশেদপুর এফসিকে দুই লেগের সেমিফাইনালে পরাজিত করে চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাই𒉰নালে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে প্রথম লেগের সেমিফাইনালে জয় পায় জামশেদপুর। তারা নিজেদের ডেরায় মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দেয়। তবে যুবভারতীর ফিরতি লেগে মোহনবাগান জয় তুলে নেয় ২-০ গোলে। অর্থাৎ, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে সেমিফাইনাল জিতে যায় মেরিনার্সরা এবং ফাইনালের টিকিট নিশ্চিত🉐 করে।
আগামী ১২ এপ্রিল যুܫবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের খেতাবি লড়াইয়ে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। আইএসএলের অপর সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি হারিয়ে দেয় এফসি গোয়াকে। প্রথম লেগে গোয়া জেতে ২-১ গোলে। ফিরতি লেগে বেঙ্গালুরু এফসি জেতে ২-০ গোলে।