ঘরের মাঠে দুরন্ত ছন্দে গুজরাট টাইটান্স। বুধবার (৯ এপ্রিল) রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল ৫৮ রানে। প্রথম ইনিংসে সাই সুদর্শনের নির্ভরযোগ্য ব্যাটিং, তার পর রশিদ খানদের দাপট, যার নিটফল, রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল গুজরাট টাইটান্স। দুইয়ে নেমে যেতে হল দিল্লি ক্যাপিটালসকে। হ𓄧ারলেও, রাজস্থান স্থান একই অবস্থানে থাকল। তবে তাদের নেট রানরেটের হাল খারাপ। এদিন পয়েন্ট টেবলের প্রথম দু'টি পজিশনের অদল-বদল ছাড়া, বাকি দলের অবস্থানের আর কোনও পরিবর্তন হয়নি।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) গুজরাট টাইটান্স- ৫ ম্যাচে ৪টি 𝐆জয়, ১টি 🌌হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +১.৪১৩)
২) দিল্লি ক্যাপ𝓰িটালস- ৩ ম্যাচে ৩টি জয়, ৬ পয়েন্ট, (নেট রানরেট +১.২৫৭)
৩) রয়্যালඣ চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৪ ম্যাচে ৩টিতে জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +১.০১৫)
৪) পঞ্জাব কিংস- ৪ ম্যাচে ৩টি জয়, ১টি হার, ಞ৬ পয়েন্ট (নেট রানরেট💝 +০.২৮৯)
৫) লখনউ সুপার জায়ান্টস- ৫ ম্যাচে ৩টি জয়, ২টি হার, ৬ পয়েন💯্ট (নেট রানরেট +০.০৭৮)
৬) 🌞কলকাতা নাইট রাইডার্স- ৫ ম্যাচে ২টি জয়, ৩টি হার, ৪ পয়েন্ট (নেট র🐷ানরেট -০.০৫৬)
৭) রাজস্থান রয🌠়্যালস- ৫ ম্যাচে ২টি জয়, ৩টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৭৩৩)
৮) মুম্বই ইন্ডিয়ান্স- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার,⛄ ২ পয়েন্ট (নেট🦂 রানরেট -০.০১০)
৯) চেন্নাই সুপার কিংস- ৫ ম্যাচে ১টি জয়ඣ, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.৮৮৯)
১০) সানরাই꧒জার্স হায়দরাবাদ- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২✅ পয়েন্ট (নেট রানরেট -১.৬২৯)
আরও পড়ুন: ভিডিয়ো- জোফ্রা🔜র ১৪৭.৭কিমি গতির বল বুঝলেনই না শুভমন, উড়ল স্টাম্প, গিলের বেসিক ভুলে খেপলেন শাস্ত্রী
টানা চার ম্যাচে জয় গুজরাটের, ফের মুখ থুবড়ে পড়ল রাজস্থান: টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৭ রান করে গুজরাট টাইটান্স। ওপেন করতে নেমে সাই সুদর্শনের ৫৩ বলে ৮২ রানের ইনিংস-ই অক্সিজেন হয় গুজরাটের। এছাড়া সেভাবে বড় রান কেউ করতে পারেননি। ২৫ বলে ৩৬ করেন জস বাꦐটলার। শাহরুখ খান চারে নেমেছিলেন এদিন। তিনি মারতে শুরু করেছিলেন। কিন্তু ২০ বলে ৩৬ করে সাজঘরে ফিরতে হয় তাঁকেও। রাহুল তেওয়াটিয়ার ১২ বলে অপরাজিত ২৪ রানের হাত ধরে শেষমেশ ২১৭ রানে পৌঁছয় টাইটান্স। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন তুষꦿার দেশপান্ডে এবং মহেশ থিকসেনা।
আরও পড়ুন: কোহলির অ্যাকাউন্ট থেকে উধাও 𒁏বিজ্ঞাপনী সব পোস্ট, তবে 𝐆তো কোটি কোটি টাকার বিরাট ক্ষতি হল?
রান তাড়া করতে নেমে রাজস্থানের ব্যাটিং অর্ডার ফের ফ্লপ হয়। তারা পুরো ওভারই খেলতে পারেনি। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় তারা। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন শিমরন হেতমায়ে🅰র। তিনি ছয়ে নেমে ৩২ বলে ৫২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। এছাড়া ২৮ বলে মন্থর ৪১ করেন সঞ্জু স্যামসন। ১৪ বলে ২৬ করেন রিয়ান পরাগ। এর বাইরে রাজস্থানের বাকি ব্যাটাররা কেউই এক অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি। ৫৮ রানে হেরে যায় রাজস্থান। গুজরাটের হয়ে প্রসিধ কৃষ্ণ ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন রশিদ খান এবং সাই কিশোর।