বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের অবস্থানের মাঝে বৈদিক জ্যোতিষশাস্ত্রে আলাদা গুরুত্ব রয়েছে চন্দ্রদেবের। ধার্মিক মান্যতা অনুযায়ী হিন্দুশাস্ত্রে তাঁর মাহাত্ম্য তো আছে বটেই, তা ছাড়াও চন্দ্রদেব নানান দিক থেকে জ্যোতিষ গণনায় গুরুত্বপূর্ণ। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে আজ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ থেকেই চন্দ্র দেবের 🍎গোচর রয়েছে। আজই তিনি তুলা রাশিতে গোচর করছেন। তবে চন্দ্র বেশিদিন একই রাশিতে স্থিত থাকেন না। তারই মাঝে দেখা যাক, চন্দ্রের গোচরে আজ থেকে কাদের ভাগ্যে তুমুল উন্নতির রেখা স্পষ্ট হচ্ছে।
মেষ
শিক্ষা ক্ষেত্রে আসবে বিপুল সাফল্য। চাকরিরতরা নিজের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন। কেরিয়ারে আসবে সাফল্য। পরিবারের সঙ্গে কোথাও বে🐈ড়াতে ꦫযেতে পারেন। ব্যবসায়ীরা নতুন কোনও অর্ডার পেতে পারেন। আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। জীবনসঙ্গীর থেকে সব ধরনের সাহায্য পেতে পারেন। ধার্মিক কাজে আপনার রুচি হবে।
সিংহ
চন্দ্রের রাশি পরিবর্তন আপনাদের জন্য সুখবর নিয়ে আসবে। যাঁরা চাকরি করছেন তাঁদের আসবে প্রমোশন। ব্যবসায় বহু দিনের কোনও সমস্যা থাকলে, তা এবার শেষের দিকে যাবে। প্রমোশন বা বেতন বৃদ্ধি নিয়ে সুখবর শুনতে পেতে পারেন। সংসারে সুখ আসবে। পরিবারের সকলের সঙ্গে সুখে সময় কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। চাকরির নতুন সুয꧃োগ পাবেন। কোনও ধার্মিকস্থা♊নে বেড়াতে যেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে এই সময়।
কুম্ভ
চন্দ্রের গোচর আপনাদের জন্য খুবই শুভ প্রমাণিত হতে পারে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনও কাজ এই সময় সম্পন্ন হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো যাবে। হঠাৎ করে টাকা আসার সুখব🔥র পেতে পারেন। গাড়ি কেনার কোনও যোজনা পেতে পারেন। ছাত্রদের কেরিয়ারে উন্নতি হবে। আপনার স্বাস্থ্য ভালো থাক💝বে। চাকরিরতদের প্রমোশনের যোগ রয়েছে। অনেক ইচ্ছা পূরণ এই সময় হবে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাꩵই করেনি হিন𒊎্দুস্তান টাইমস বাংলা। )