বৈদিক জ্যোতিষমতে গ্রহদের সেনাপতি মঙ্গলের গুরুত্ব অপরিসীম। এই মঙ্গলদেব কখনও মার্গী রাস্তায় চলেন। আবার কখনও সোজা রাস্তায় চলেন। আর মঙ্🎃গলের এই গমন উল্টো দিকে হলে তা বক্রী অবস্থান হয়। ফলে মঙ্গল কখনও মার্গী, ক💛খনও বক্রী হন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। এবার আসন্ন সময়ে ৮০ দিন পর মঙ্গল মার্গী হতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন।
মিথুন
আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে। আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে। লক্ষ্যে꧅র দিকে এগিয়ে যেতে পারবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। হঠাৎ করে টাকা আসতে পারে হাতে। সামাজিক মান সম্মান প্রতিষ্ঠা হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। সাহসী কাজে সাফল্য আসবে।
সিংহ
মঙ্গলের সোজা পথে হাঁটা আপনার জীবনে সুসংবাদ আনতে পারে। আয়💎ের নতুন নতুন কোনও সূত্র পাবেন। পুরনো কোনও সূত্র থেকে টাকা আসতে পারে। গাড়ি, বাড়ি, ইত্যাদি কেনার যদি পরিকল্পনা থাকে, তাহলে তা পূরণ হতে পারে। আটকে থাকা টাকা হাতে পেতে পারেন। চাকরিরতদের পদোন্নতি হতে পারে।
তুলা
তুলা রাশির জাতক জাতিকার জন্য মঙ্গলের মার্গী অবস্থান ভাগ্যের উন্নতি ঘটাতে পারে। সব কাজে ভাগ্যের সমর্থন মিলবে। রোজগারের দিক থেকে উন্নতি হবে। ছাত্রদের জন্য ভালো সময় আসতে চলেছে। সরকারি চাকরির জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁরা পাবেন লাভ। কোথাও �🌊�যাত্রার যোগ তৈরি হবে। ধর্ম, কর্মে যোগ দিতে পারবেন।
কবে হবেন মঙ্গল মার্গী?
মঙ্গল প্রায় ৮০ দিন পর এবার চাল বদল করতে চলেছেন। ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ সালে মঙ্গল করবেন চাল বদল। মঙ্গলের চাল বদলের ফলে কিছু রাশির ভালো সময় শুরু হতে পারে। জ্যোতিষ গণনা বলছে, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার ভোর ৫ টা ০১ মিনিটে বক্রী হবেন মঙ্গল। আর ২৪ ফেব্রুয়ারি ♌২০২৫ সালের সকাল ৭ টা ২৭ মিনিটে মার্গী হবেন মঙ্গল। প্রা🐼য় ৮০ দিন পর বক্রী থেকে মার্গী হবেন। ফলে ২৪ ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হতেই লাভের মুখ দেখতে পারেন বহু রাশির জাতক জাতিকারা। সেক্ষেত্রে ভ্যালেন্টাইন্স ডে-র ১০ দিন পর থেকেই সুসময় শুরু হতে পারে বহু রাশির।
(꧂এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দꦿুস্তান টাইমস বাংলা। )