অবশেষে খুলে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিখ্যাত মহুয়া চা–বাগান। আগামী ৪ এপ্রিল তারিখ থেকে খুলে যাবে ডুয়ার্সের মহুয়া চা–বাগান। এবার শিলিগুড়ি শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠকে রফাসূত্র বের হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর র🌊াজ্যের তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে একে একে খুলে যাচ্ছে বন্ধ চা–বাগান। কদিন আগেও চা–বাগান খোলার ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কালচিনি ব্লকের মহুয়া চা–বাগান। বামফ্রন্ট সরকারের জমানায় বন্ধ হওয়া বা বোনাস বিবাদের জেরে বন্ধ হওয়া চা–বাগানগুলিই খুলে যাচ্ছে একে একে। এতে খুশির বাতাবরণ বইতে শুরু করেছে।
এদিকে এপ্রিল মাসেই আছে পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া। সুতরাং মহুয়া চা বাগান তার আগে খুলে গেলে বাংলার নতুন বছরে মেতে উঠতে পারবেন চা–বাগানের শ্রমিক এবং কর্মীরা। অক্ষয় তৃতীয়ায়ဣ মেতে উঠতে পারবেন শ্রমিকরা। দীর্ঘ আট মাস বন্ধ ছিল এই মহুয়া চা–বাগান। এবার অবশেষে খুলছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মহুয়া চা–বাগান। শিলিগুড়ির শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠকে রফাসূত্রে বের হতেই সিদ্ধান্ত হয় যে, আগের মালিকই থাকছে। মালিকানা পরিবর্তন হচ্ছে না। এই বাগান খোলার পিছনে বড় ভূমিকা পালন করেছে তৃণমূল কংগ্রেসের চা–বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব। তারা শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার এবং মালিক উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করে চা–বাগান খোলার জন্য বৈঠকের ব্যবস্থা করে। আর ওই বৈঠকেই সাফল্য এল।
আরও পড়ুন: ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, পুত্রবধূ–সহ আত্মীয় গ্রেফতার
অন্যদিকে এই মহুয়া চা–বাগান খোলার একদিন আগে অর্থাৎ ৩ এপ্রিল চা–বাগান কর্তৃপক্ষ মহুয়া চা–বাগানের শ্রমিকদের ২০২৩–২৪ অর্থবর্ষের বকেয়া বোনাস দিয়ে দেবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। এমনকী ১৬ শতাংশ হারে ওই বোনাস প্রদান করা হবে শ্রমিকদের বলে সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। আর বকেয়া বেতনও সেদিন দিয়ে দেওয়াꦯ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং মহুয়া চা–বাগান প্রায় আটমাস পর খুলতে চলেছে শ্রমিকদের বকেয়া বোনাস এবং মজুরি দিয়েই। তার সঙ্গে চা–বাগানের কাজ এভাবেই চালু হবে বলে জানিয়ে দিয়েছে মালিকপক্ষ।
এছাড়া এতবাদে মহুয়া চা–বাগান খুলায় খুশি ওই চা–বাগানে কর্মরত ১৫১ জন শ্রমিক। এই বিষয়ে আলিপুরদুয়ার ডেপুটি লেবার অফিসার গোপাল বিশ্বাস বলেন, ‘আশা করছি চা–বাগানটি নিজের পুরনো গরিমা ফিরে পাবে এবং সুষ্ঠুভাবে চলবে। তার সঙ্গে অন্য বন্ধ চা–বাগান খোলারও চেষ্টা করছি আমরা।’ আর তৃণমূল কংগ্রেসের চা–বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওরাওঁয়ের বক্তব্য, ‘এটা অত্যন্ত খুশির খবর। আগামী ꧂৪ এপ্রিল মহুয়া চা–বা▨গান খুলে যাচ্ছে। শ্রমিকরা আবার তাঁদের কাজ ফিরে পাচ্ছেন। আমরা সবসময় তাঁদের সঙ্গে আছি।’