﷽ ভাটপাড়ায় মেঘনা জুটমিলের সামনে গুলি চালনার ঘটনায় অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশ। বুধবার রাতে ওই ঘটনায় অর্জুনের বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলেছেন গুলিবিদ্ধ যুবক সাজ্জাদ। এর পর অর্জুনকে তলব করেছিল জগদ্দল থানা। কিন্তু থানায় হাজিরা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অর্জুন। এর পর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অর্জুনের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। প্রায় ১ ঘণ্টা পর অর্জুনের বাড়ি থেকে বেরোন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন - 🦄বিজেপির ভোটারদের পেটাতে শান্তির ছেলেদের পোলিং এজেন্ট করে তৃণমূল: শুভেন্দু
আরও পড়ুন - 🅘ফের বেনিয়ম! রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট
আরও পড়ুন - ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসুপারিশ তালিকায় একাধিক প্রভাবশালীর নাম, সিবিআইয়ের ডাক পড়তে পারে যে কোনও দিন
🉐বুধবার রাতে মেঘনা জুটমিলের শ্রমিকদের মধ্যে গোলমালের জেরে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। বোমার আওয়াজ শুনে অর্জুন বেরিয়ে এলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কিন্তু গুলি লাগে সাজ্জাদ নামে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ সাজ্জাদের দাবি, তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজে। এর পর অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁকে তলব করে জগদ্দল থানা। কিন্তু অর্জুন স্পষ্ট করে দেন তিনি থানায় যাবেন না। তিনি বলেন, যেখানে গুলি চলেছে সেখানে ৩টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ আগে সেই ক্যামেরার ফুটেজ প্রকাশ করে দেখাক যে আমি গুলি চালিয়েছি। তার পর থানায় যাওয়ার প্রশ্ন। আমাকে ফের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
🌠গোটা দিন অপেক্ষা করার পর বিকেলে অর্জুনের বাড়িতে পৌঁছন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এর পর জল্পনা ছড়ায় যে গ্রেফতার করা হতে পারে অর্জুনকে। কিন্তু প্রায় ১ ঘণ্টা পরে বেরিয়ে আসেন পুলিশ আধিকারিকরা। জানান, তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্জুন। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে মেঘনা মিলের সামনে ৭ রাউন্ড গুলি চলেছে। ২টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।
♍অর্জুনের আবাসে আরক্ষা আধিকারিকারিদের আগমন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ব্যারাকপুরে বিজেপি সংগঠনকে একসঙ্গে নিয়ে অর্জুন সিং যে ভাবে কাজ করছেন তাতে ওদের মনে হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পার্থ ভৌমিক, সোমনাথ শ্যামের নেতৃত্বে সব আসন লুঠ করতে হলে এই হল পথের কাঁটা। এই পথের কাঁটাকে সরানোর জন্য গত ৮ - ৯ মাসে প্রায় ২০টার বেশি নতুন মামলা দেওয়া হয়েছে। তিনি আক্রান্ত হলেন, আর তাঁকেই পুলিশ নোটিশ করে ডাকছে। পশ্চিমবঙ্গেই সম্ভব।