সিভিক ভলান্টিয়ার সেজে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বাটপারি। নিজেকে কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে স্ট্যান্ড ফ্যান, প্লাস্টিকের চেয়ার নিয়ে চম্পট দিল কেপমার। ঘটনা হাওড়া শহরের। প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদের বাড়িতে সোমবার সকালে এই কাণ্ড ঘটেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।জানা গিয়েছে, হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদের বাড়িতে সোমবার সকালে এক সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে আসে। ইদের দিন সকালে রিয়াজ আহমেদ বাড়িতে ছিলেন না। রিয়াজ আহমেদের মা-কে তিনি বলেন, দাদা কয়েকটা জিনিস নিয়ে যেতে বলেছেন। এর পর আর ওই যুবককে বাধা দেননি কেউ। সবার সামনে দিয়েই ঘর থেকে ২টি স্ট্যান্ড ফ্যান বার করে সে। এর পর পার্টি অফিস খুলিয়ে সেখান থেকে কয়েকটি প্লাস্টিকের চেয়ার বার করে রাখেন। জিনিসপত্র বার করে রাস্তার পাশে রেখে টোটো খোঁজা শুরু করে সে। তখন স্থানীয়রাই তাঁকে টোটো পেতে সাহায্য করেন। টোটোয় জিনিসপত্র তুলে এলাকা ছাড়ে সে।দুপুরে রিয়াজ আহমেদ বাড়ি ফিরলে ফ্যান - চেয়ার কে দিয়ে যাবে জানতে চান তাঁর মা। সেকথা শুনে আকাশ থেকে পড়েন রিয়াজ। এর পর সিসিটিভি ফুটেজে দেখতে ছোটেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোতলা থেকে ফ্যান নামাচ্ছে সিভিক ভলান্টিয়ারের পোশাক পরা ওই চোর। এর পর বেলুড় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত একজন পেশাদার চোর। বিভিন্ন জায়গায় সিভিক ভলান্টিয়ারের বেশে চুরি করে সে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একই ভাবে সিউড়ি শহরে এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরি হয়েছিল। সেই কাণ্ডও এই চোরই ঘটিয়েছিল বলে মনে করছেন আধিকারিকরা।