বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়ের মধ্যে ধাপা নিয়ে উদ্বেগ বেড়েছে কলকাতা পুরসভার। আবর্জনার স্তূপ সরাতে গত কয়েক বছর আগেই ধাপায় শুরু হয়েছিল বায়োমাইনিং পদ্ধতি। তবে সেই কাজ আচমকা থমকে গেল ধাপায়। কারণ এই কাজের জন্য বরাতপ্রাপ্ত সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমাইনিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। সেই কারণে সংস্থাটির চুক্তি বাতিল করেছে পুরসভা। তবে পুরসভার তরফে জানানো হয়েছে এই কাজের জন্য দ্রুতই নতুন দরপত্র ডাকা হবে। (আরও পড়ুন: জারি ১৬৩ ধারা, '৪-৫টা গাড়ꦅি নিয়ে দাপাচ্ছেন সা👍বিনা ইয়াসমিন', কেমন আছে মোথাবাড়ি?)
আরও পড়ুন: ধাপার উপর চাপ বাড়ছে, যে কোনও সময় ধস নামতে পারে, নবান্ন🧔ে চিঠি কলকাতা পুরসভার
শহরের পূর্ব প্রান্তে অবস্থিত ধাপায় সাড়ে তিন দশক ধরে ৪০ লক্ষ টন বর্জ্য জমেছে। প্রতিদিন এখানে ৫০০০ টনেরও বেশি বর্জ্য ফেলা হচ্ছে। ২০২০ সালে বায়োমাইনিংয়ের দায়িত্ব পাওয়া এই সংস্থাকে কাজ শেষ করার জন্য তিন বছর সময় দেওয়া হয়েছিল। কিন্তু, সেই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় আরও দু’বছর সময় দেওয়া হয়েছিল সংস্থাটিকে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত মাত্র ১৫ লক্ষ টন বর্জ্য বায়োমাইনিংয়ের কাজ করতে পেরেছে সংস্থাটি। সেই কারণে ওই সংস্থার যুক্তি বাতিল করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। (আরও পড়ুন: 'আক্রমণ হচ্ছ ধর্মের ওপর, তাই...', বিধানসভা ভ🌃োটের আগে বড় বার্তা কার্তিক মহারাজের)
আরও পড়ুন: মেঘালয়ের প্রত্যন্ত এক ছোট্ট নদীতে খোঁজ মিলল ♊নতুন মাছের প্রজাতির