প্রথমে ছিলেন সিপিএমে। সেখান থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গেই ২০২০ সালে বিজেপিতে এসেছিলেন তাপসী মণ্ডল। পরে তিনি হলদিয়ার বিজেপি বিধায়ক হয়েছিলেন। সোমবার সেই তাপসীই যোগ দিলেন তৃণমূলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপিতে থাকার সময় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে তাপসীর বনিবনা হচ্ছিল না কিছুতেই। তারপর থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়তে থাকে। তবে গ🎉ত কয়েকমাসে তাপসী মণ্ডল নামে এক্স হ্য়ান্ডেলের প্রোফাইল থেকে যে সমস্ত পোস্ট হয়েছে তা একেবারে চমকে দেওয়ার মতো।
একের পর এক ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পোস্টকে রিপোস্ট করা হয়েছে। 🥃এমনকী এক্স হ্যান্ডেলে এখনও জ্বলজ্বল করছে মোদীর ছবি। তিনি মোদী কা পরিবার। আর সেই অবস্থাতেই বিজেপি ছেড়ে ঘাসফুলে চলে গেলেন তাপসী।
বিধানসভা ভোটের এখনও একবছর বাকি। তার আগেই বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর গড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী ভোটের আগে কি হলদিয়াতে নড়বড়ে♛ হয়ে গেল বিজেপির ভিত❀? সেটা বলবে সময়।
তবে তাপসী মণ্ডল লেখা প্রোফাইলে দেখা যাচ্ছে গত ২৪শে ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারীর একটি পোস্টকে রিপোস্ট করা হয়েছে। সেই পোস্টটি আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা। সেই পোস্টে লেখা হয়েছিল, ‘আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তার বোনটি আজও বিচার পাননি। বোন অভয়ার বাবা মা প্রতিদিন বিচারের🍷 দাবীতে মহামান্য আদালতের দুয়ারে দুয়ারে ঘুরছেন। বোন অভয়ার সহকর্মী চিকিৎসকরা এখনো বিচারের দাবিতে আন্দোলনরত ও সংঘবদ্ধ।’
'এরকম একটা প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ধনধান্য স্টেডিয়াম থেকে সরকারি চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন যা আদপে চিকিৎসকদের আন্দোলনকে ছত্♒রভঙ্গ করার এক সুষ্পষ্ট পরিকল্পিত ছক।
আর জি কর ধর্ষণ কাণ্ড স্বাধীন ভারতে ঘটা পশ্চিমবঙ্গের সব থেকে কালিমালিপ্ত অধ্যায়। সরকারি চিকিৎসকদের আন্দোলনের ফলে দেশে বিদেশে স্বাস্থ্যমন্ত্রী ত𒅌থা পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী♊র মুখ পুড়েছে। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার জীর্ণ দশা দেশের সামনে উন্মোচিত হয়ে গিয়েছে, যা অবশ্যই মুখ্যমন্ত্রীর জন্য অস্বস্তিকর।'
সেই পোস্টেই লেখা হয়েছিল, 'মমতা ব্যনার্জী আসলে ভয় পেয়েছেন। তিনি বিলক্ষণ বুঝতে পারছেন তার সরকারের অপশাসন, তোষণের রাজনীতির কারণে সমাজের একটা বড়ো অংশের ভোট তার বির﷽ুদ্ধে যাবে, তাই সরকারি চিকিৎসকদের বেতন বৃদ্ধি, ম🐎েডিক্যাল কলেজগুলিকে দু'কোটি টাকা এই সব ঘোষণা ২০২৬ বিধানসভার প্রাক্কালে নির্বাচনী বৈতরণী পার করার একটা সুচতুর কৌশল মাত্র।'
আর সেই পোস্টই করা হয়েছিল 🐷তাপসী মণ্ডল নামের প্রোফাইল থেকে। অর্থাৎ ফেব্রুয়ারিতে যিনি মমতাকে কটাক্ষ করছেন আর মার্চেই তিনিই যোগ দিলেন তৃণমূলে। হতবাক অনেকেই।
এমনকী গত অগস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্য়ায়🧔ের পদত্য়াগের দাবিতেও সরব হয়েছিলেন তিনি। আর সেই তাপসী মণ্ডলই যোগ দিলেন তৃণমূলে।