বেঙ্গল চেম্বার অফ কমার্সের সাহায্যে প্রতিষ্ঠিত স্টার্টআপ পেল ৪ কোটি টাকার বিনিয়োগ। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, হর্নেট ডেসেন্ট্রাটেক নামক এই স্টার্টআপের বাজার দর ২৮ কোটি টাকা ধরা হয়েছে। সেই নিরিখে অর্থ ভেঞ্চারের তরফ থেকে ৪ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে তারা। হর্নেট ডেসেন্ট্রাটেক নামের বাংলার এই স্টার্টআপটি ক্রিপ্টো ফরেন্সিক এবং তদন্ত সংক্রান্ত প্ল্যাটফর্ম। রিপোর্টে দাবি করা হয়েছে, এই বিনিয়োগের একটা অংশ এসেছে অ্যাঞ্জেল ইনভেস্টর দীপক দফতরির তরফ থেকে। (আরও পড়ুন: 'এক দুই তিন চার, সব *** বাটপাড়', যাঁরা ইউনুসকে গদিতে বসালেনꦏ, তাঁরাই এখন রাস্তায়)
আরও পড়ুন: এবার দিল্লিসহ ဣদেশꦏের আরও ৯টি শহরে অনলাইনে ফার্নিচার ডেলিভারি করবে আইকিয়া
আরও পড়ুন: গোল্ড কার্ড প্ল্যানে এবার ভারতীয়দের চাকরি দিতে পারবে মার্কি൩ন সংস্থাগুলি: ট্রাম্প
হর্নেট ডেসেন্ট্রাটেক জানিয়েছে, এই কৌশলগত বিনিয়োগের ফলে তাা ব্যবসার প্রসার ঘটাতে পারবে। বি২সি, বি২বি এবং বি২জি মার্কেটে তারা পা বাড়াতে পারবে। এদিকে এই বিষয়ে বেঙ্গল চেম্বারের সভাপতি অর্ণব বসু বেন, 'ওয়েবেল-বিসিসিএন্ডএল টেক ইনকিউবেশন সেন্টারে অ্যাঙ্করিং করছে বেঙ্গল চেম্বার। প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলিকে চিহ্নিত করছে চেম্বার। হর্নেটের মতো নতুন সংস্থাগুলি রাজ্যের স্টার্টআপ যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বলে আশা রয়েছে।' (আরও পড়ুন: ইউনুসের সরকারের উপদেষ্টꦜ🐼া হিসেবে ৬ মাসে কত আয় করলেন নাহিদ ইসলাম?)
আরও পড়ুন: মমতাকে নিয়ে ঠাট্টা করায় ব্যক্তির নামে ২০২২-এ হয় মামলা, 'ব্যর্থ' পু꧂লিশকে HC বলল…
এদিকে হর্নেটের সিইও সৌভিক হালদার বলেন, 'এই বিনিয়োগ এটা প্রমাণ করেছে যে ক্রিপ্টো এবং ডার্ক ওয়েব ফরেন্সিকে ভারতকে স্বনির্ভর করার জন্য আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা সঠিক। যেহেতু দেশের বহু প্রতিষ্ঠান অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের অর্থায়নের সাথে সম্পর্কিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলির মুখোমুখি, তাই হর্নেট ক্রিপ্টো এক্সচেঞ্জগুলিকে সেরা-সমাধানের সাথে সজ্জিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।' (আরও পড়ুন: বজ্রপাতের সতর্কতা জারি ৪ জেলায়, বৃষ্টি হবে বাংলার কোথায়? চলবে কতদি🃏ন?)
আরও পড়ুন: ৬ দিনে দ্বিতীয়বার কলক🐼াতায় দ🐻াম কমল সোনার, জানুন হলুদ ধাতুর আজকের রেট
এদ💫িকে গত জানুয়ারি মাসেই ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থা এবং স্টার্টআপ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতায়। সেই অনুষ্ঠানেই জানা গিয়েছিল, বর্তমানে রাজ্যে স্টার্টআপের সংখ্যা প্রায় ২১০০। অবশ্য গোটা দেশের তুলনায় সংখ্যাটা খুবই কম। পরিসংখ্যান বলছে, গোটা দেশে মোট স্টার্টআপের সংখ্যা প্রায় ২ লাখ ২০ হাজার। অর্থাৎ, গোটা দেশের নিরিখে বঙ্গে ১ শতাংশ স্টার্টআপও নেই।