Viral Video: আলাদা জাতি🌳র প্রাণী। তবু ‘বন্ধু’ বিপদে পড়েছে দেখতে পেয়েই ছুটে এল তারা। স্পার্ম হোয়েল আকারে অনেকটাই বড় তিমি মাছ। কমবেশি ৭০-৮০ ফুট লম্বা হয় এই প্রাণী। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছ𓆉ে দুটি তিমি মাছকে। মাছ দুটি একটি হাঙরের মুখ থেকে বাঁচায় বেনো গিরোদু নামের এক ব্যক্তিকে। প্রসঙ্গত, তাঁর ক্যামেরাতেই ধরা পড়েছে এই গোটা দৃশ্য। সম্প্রতি নিজের ইনস্টা অ্যাকাউন্ট ন্যাটি গঙে সেই পোস্টই করেছেন বেনো।
আরও পড়ুন - Viral Video: এক মুঠো সিমে🔜ন্ট▨ও লাগেনি, শুধু পাথর জুড়ে তৈরি গোটা বাড়ি! কত বছর টিঁকবে শুনলে চমকে উঠবেন
তিমি তাড়া করে ওই হাঙরকে
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে একটি হাঙর ধীরে ধীরে এগিয়ে আসছিল লোকটির দিকে। আক্রমণের উদ্দেশ্য ছিল বলেই দাবি গিরোদুর। এই অবস্থায় হঠাৎই হাঙরের কাজ𒉰ে বাধ সাধে দুটি বিশাল আকারের তিমি মাছ। একটি তিমি তাড়া করে ওই হাঙরকে। এমনকি তার লেজ কামড়ে দেয়। অন্যটি গিরোদুকে আড়াল করে দাঁড়ায়। যাতে তার দিকে আর আসতে না পারে।
নেটদুনিয়ায় ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটি মন জয় করেছে বহু নেটিজেনের। যদিও তিমি মাছ মানুষ আক্রমণ করে না, এমন প্রমাণ নেই। কিন্তু এই ভিডিয়োতে তাদের কা🏅র্যকলাপ অনেকের মন ছুঁয়ে গিয়েছে।