আইপিএলের সময় বোলাররা বলে লালার ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। তারা আসন্ন আইপিএল ২০২৫ মরশুমের জন্য বলে লালার ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। কিছু দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এক সাক্ষাৎকারে মহম্মদ শামি আইসিসি-কে অনুরোধ করেছিলেন, বলে থুতু লাগানোর নিয়ম ফিরিয়ে আনার জন্য। আইসিসি সেই ব্যাপারে কিছু না জানালেও, ভারতীয় বোর্ড (বিসিসিআই) বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবেছে। যার নিটফল, পাঁচ বছরের মধ্যে এই প্রথম বারের মতো বলের উপর লালা প্রয়োগ করতে পারবেন বোলাররা। তবে ভারত তথা কলকাতা নাইট রাইডার্সের (KKR) রহস্য-স্পিনার বরুণ চক্রবর্তী দাবি করেছেন, ♐বলে লালা লাগালেও, এতে খু💫ব একটা পার্থক্য হবে না।
আরও পড়ুন: রাম নবমীর জেরে কলকাতা থেকে সরল KKR vs LSG ম্যাচ, নাইটর꧋া খেলবে অন্য ভেন্যুতে- রিপোর্ট
দশ জন অধিনায়কের সম্মতিতেই লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলল বিসিসিআই
বিসিসিআই-এর সদর দফতরে বৈঠকে দশ জন অধিনায়কই বলে লালার ব্যবহারের বিষয়ে সম্মতি দিয়েছিলেন। যে কারণে বিসিসিআই লালা ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। আসলে আইপিএলে মূলত ব্যাটারদের চার-ছক্কা দেখতেই অভ্যস্ত ক্রিকেট ভক্তরা। বোলাররা বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাপক মার খান। তাই লালার ব্যবহার ক✤রে যদি বোলাররা সুবিধে পান, তাতে আইপিএলের ম্যাচ আরও আকর্ষ🌼ণীয় হয়ে উঠতে পারে। সে কথা ভেবেই হয়তো আইপিএলের আগে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বিসিসিআই। আসলে লালার ব্যবহার বোলারদের রিভার্স সুইংয়ে সাহায্য করে।
আরও পড়ুন: পরিসংখ্যানই কথা বলে... টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া নিয়ে রোহিতের মুখের উপরಞ জবাব সিরা꧙জের
বরুণের বক্তব্য কী?
এর পাশাপাশি একটি ম্যাচের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় নতুন বলের জন্য একটি নতুন নিয়মও চালু করেছে বোর্ড। ম্যাচে শিশিরের প্রভাব এড়াতেই এই ব্যবস্থা। বরুণ বিশ্বাস করেন যে, এই নিয়মটি স্পিনারদের সহায়তা করতে পারে কারণ নতুন বল ততটা ভেজা থাকবে না। কেকেআর বনাম আরসিবি ম্যাচের আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বরুণ দাবি করেন, ‘আমি নিয়ম পরিবর্তন দেখেছি। আমি মনে করি না যে, লালা ব্যবহার করলে খুব বেশি পার্থক্য হবে। হয়তো শিশিরে বল ভিজে গেলে, সেটা পরিবর্তন করলে, তা স্পিনারদের সাহায্য করতে পারে। যে মুহূর্তে ১১-১২তম ওভারে তারা বল পরিবর্তন করবে, সেই সময়ে স্পিনাররা বোলিং করবে꧟। বল ততটা ভেজা হবে না। স্পিনাররা সুবিধে পাবে এতে।’
আরও পড়ুন: রিপোর্ট- মহসিনের সর📖্বনাশে পৌষমাস হল শার্দুলের, যোগ দিলেন LSG-তে, ময়াঙ্কের চোট নিয়েও সংশয়
সিরাজের মত আলাদা
সিরাজ পিটিআই-কে বলেছেন, ‘এটꦦা বোলারদের জন্য খুবই ভালো খবর। এটা আমাদের সব বোলারদের জন্যই দারুণ খবর কারণ বল যখন কোনও সাপোর্ট দেয় না, তখন তাতে লালা লাগালে রিভার্স সুইং হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটি মাঝে মাঝে রিভার্স সুইং অর্জনে সাহায্য করে। শার্টে বল ঘষলে বলটি রিভার্স সুইং হয় না। লালার প্রয়োগ বলের এক প্রান্ত উজ্জ্বল করতে সাহায্য করে, যা রিভার্স সুইংয়ের জন্য গুরুত্বপূর্ণ।’