ওয়ানডে-তে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও মহম্মদ সিরাজকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। পুরনো বলে সিরাজের ব্যর্থতাকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এখন এই বিষয়ে মুখ খুলেছেন সিরাজ। আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের সঙ্গে নতুন মরশুম শুরু করার আগে, তিনি রোহিতকে স্পষ্ট জবাব দিয়েছেন। তিনি ভ♏ারতীয় অধিনায়কের বক্তব্য ভুল বলে দাবি করেছেন। তাঁর মতে, পুরনো এবং নতুন- উভয় বলেই তাঁর পারফরম্যান্স নজর কাড়া। আর প🌄রিসংখ্যানই এর সাক্ষ্য বহন করে।
আরও পড়ুন: দু'দিন আগেই ইডেনে ঝড় তুল❀লেন কোহলি, তবে শনিবার কালবৈশাখী সব পণ্ড করে দেবে না ℱতো?- ভিডিয়ো
রোহিতকে জবাব দিলেন সিরাজ
আসলে ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের নতুন মরশুমের আগে গুজরাট টাইটান্স একটি সংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল। এই সময়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচিত না হওয়ার বিষয়ে রোহিতকে স্পষ্ট ভাষায় জবাব দেন। সিরাজের দাবি, ‘গত বছর পুরনো বলে সবচꦗেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে আমার নাম বিশ্বের দশ জন দ্রুততম বোলারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইকোনমি রেটও কম। পরিসংখ্যান নিজেই সবটা বলে দেয়। আমি নতুন এবং পুরনো উভয় বলেই ভালো পারফর্ম করেছি।’ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সিরাজকে বাদ দেওয়ার পর বিস্তর জলঘোলা হয়েছিল। নতুন করে সেটা উস্কে দিলেন মহম্মদ সিরাজ।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় সিরাজ প্রসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, নতুন বলে তিনি কার্যকরী হলেও, বল পুরনো হয়ে গেলে তাঁর কার্যকারিতা কমে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকেই টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন সিরাজ। সেখানে বিশেষ কিছু ক♚রতে পারেননি তিনি। এর পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং তার পর ওয়ানডেতে-ও উপেক্ষিত হন তিনি। এমন কী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহ না থাকা সত্ত্বেও, নির্বাচিত করা ♋হয়নি সিরাজকে। বদলে সুযোগ পেয়েছিলেন আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
সিরাজ নতুন শুরুর জন্য প্রস্তুত
মহম্মদ সিরাজ গত ৭ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কিন্তু মেগা নিলামের আগেই তাঁকে ছেড়ে দেয় আরসিবি। এর পর তাঁকে ১২.২৫ কোটি টাকায় কিনে নেয় গুজরাট টাইটান্স। এবার নতুন দলে নয়া চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে প্রস্তুত সিরাজ। প্রসঙ্গত, ২৫ মার্চ পঞ্জাব কিংসেরཧ বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তাঁর দল।