ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসর শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। আর এর মাঝেই লখনউ সুপার জায়ান্টস বড় (LSG) ধাক্কা খেয়েছে। দলের তারকা ফাস্ট বোলার মহসিন খান চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। মহসিন অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছিলেন। তিনি সম্ভবত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি। যাইহোক, দল ইতিমধ্যে তাঁর বদলিও পেয়ে গিয়েছে। শার্দুল ঠাকুরকে ইতিমধ্যে দলে অন্তর্ভুক্ত করেছꩲে লখনউ। তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।
চোট পেয়ে ছিটকে গেলেন মহসিন, ভাগ্য খুলল শার্দুলের
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মহসিন খান⛦ হাঁটুর লিগামেন্টের চোটে জর্জরিত। এই চোটের কারণে গত তিন মাস ধরে কোনও ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারছেন না তিনি। তবে লখনউ সুপার জায়ান্টসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন মহসিন। কিন্তু নেটে বোলিং করতে গিয়ে কাফ মাসেলে স্ট্রেনের শিকার হন তিনি। যে কারণে এই মরশুমে তাঁর প্রত্যাবর্তন কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে। যার নিটফল, মহসিন ♎খানকে ২০২৫ আইপিএলে সম্ভবত আর পাওয়া যাবে না।
আরও পড়ুন: দু'দিন আগেই ইডেনে ঝড় তুললেন কোহলি, তবে শনিবার কালবৈশাখী সব পণ্ড করে দেবে না ওতো?- ভিডিয়▨ো
এমন পরিস্থিতিতে মহসিন খানের পরিবর্তে নিলামে অবিক্রিত থাকা মুম্বইয়ের অলরাউন্ডার শার্দুল ঠাকুর লখনউ সুপার জায়ান্টসের হয়ে নামতে চলেছেন আইপিএলে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লখনউয়ের দলে আগেই যোগ দিয়েছিলেন শার্দুল ঠাকুর। অনুশীলনও করছিলেন দলের সঙ্গে। তখনই জল্পনা তৌরি হয়েছিল। এবার তিনি সত্যি সত্যিই যোগ দিলেন লখনউয়ে। তবে লখনউয়ের তরফে এখনও সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা করা হয়নি। কিন্তু তিনি ২৪ মার্চ দিল্লি ক্যাপিটꦬালসের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচের জন্য দলের সঙ্গে বিশাখাপ𒊎ত্তনমেও যাবেন।
শার্দুল ঠাকুর পাবেন ২ কোটি টাকা
শার্দুল ঠাকুর আইপিএল ২০২৫-এর মেগা নিলামে শার্দুলের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু কোনও দলই নিলামে তাঁকে নেওয়ার আগ্রহ দেখাওয়নি। এই পরিস্থিতিতে এখন তিনি তাঁর বেস প্রাইসেই লখনউ সুপার জায়ান্টসে যোগ দেবেন। আইপিএলে এটি হবে তাঁর ষষ্ঠ দল। তাঁর পারফরম্যান্সের কথা বলতে গেলে, ত⭕িনি আইপিএলে মোট ৯৫টি ম্যাচ খেলেছেন। ৯.২২ ইকোনমি রেটে ৯৪টি উইকেট নিয়েছেন। একই সঙ্গে ৩০৭ রানও করেছেন শার্দুল।
লখনউয়ের বাকি ভারতীয় পেসাররা চোটে জর্জরিত
লখনউ এবার তরুণ ভারতীয় পেসারদের নিয়ে দলের শক্তি বাড়িয়েছিল। আকাশ দীপ, আবেশ খান এবং ময়াঙ্ক যাদবও লখনউয়ের গুরুত্বপূর🐠্ণ সদস্য ছিলেন। কিন্তু এঁরা প্রত্যেকেই চোটে জর্জরিত। এখনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেননি এঁদের কেউই। আকাশ দীপ এবং মায়াঙ্ক এখনও সেন্টার অফ এক্সিলেন্স (COE) রয়েছেন, এদিকে আবেশ এখনও হাঁটুর চোট থেকে সেরে ওঠেননি। পেস সেনসেশন ময়াঙ্ক যাদব নেটে কম তীব্রতায় বোলিং শুরু করলেও, ম্যাচ ফিটনেস পেতে অনেকটা সময় লাগবে।