ইডেন গার্ডেনের রং নিঃসন্দেহে বেগুনি এবং সোনালি। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই রং ফিকেও হয়ে য়ায়। এমএস ধোনি এবং বিরাট কোহলিদের নিয়ে কলকাতার ক্রিকেট ভক্তরা এতটাই আবেগপ্রবণ যে, চেন্নাই সুপার কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআর-কে সমর্থন করলেও, তাঁদের মনের নায়কদের ব্যর্থতা দেখতে চায় না তাঁরা। যে কারণে ২০২৫ আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের জয় চাইলেও, আরসবিবি-র বিরাট কোহলির 𒁃ঝড়♕ও দেখতে চায় এ শহর।
শনিবার ইডেন গার্ডেনে কেকেআর বনাম আর🤪সিবি ম্যাচ চলাকালীন গ্যালারিতে যদি বিরাটের নাম লেখা বেঙ্গালুরুর জার্সির সংখ্যা বেশিও হয়, তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে ঐতিহাসিক শহরের আইকনিক স্টেডিয়ামে এমনই মেজাজ। এই ম্যাচে একজনই শো স্টপার রয়েছেন, আর তিনি হলেন বিরাট কোহলি।
আরও পড়ুন: রাম নবমীর জেরে কলকাতা থেকে সরল KKR vs LSG ম্যাচ, নাইটরা খেলব꧃ে অন্য ভেন্যুতে- রিপোর্ট
নাইট শিবিরে কোহলি জ্বর
শুধু কী ভক্তরা, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররাও যে বিরাট কোহলিতে আচ্ছন্ন। কোহলির সঙ্গে দেখা হতেই আবেগে ভাসতে দেখা গিয়েছিল রিঙ্কু সিং, হর্ষিত রানাদের। আর কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে আন্দ্রে রা🅘সেল, বরুণ চক্রবর্তীরা ভুললেন নিজেদের অনুশীলন। বৃহস্পতিবার কলকাতার ইꦫডেনে আরসিবি-র প্রথম নেট সেশনে কোহলির দ্যুতি এমনই ছিল যে, রাসেল এবং বরুণ চক্রবর্তী অনুশীলন বন্ধ করে ভারতীয় কিংবদন্তির স্ট্রোকপ্লে-তে বিস্মিত হয়েছিলেন। তাঁরা অনুশীলন ভুলে ঘুরে দাঁড়িয়ে হা করে দেখলছিলেন কোহলির প্রস্তুতি।
আরও পড়ুন: পরিসংখ্যানই কথা বলে... টিম ইন্ডিয়া থেকে বাদ পড়🌞া নিয়ে রোহিতের মুখের উপর জবাব সিরাজের
বিরাটকে মেপে রাখলেন রাসেলরা?
তবে এটা ঘটনা যেটা বিস্ময় বলে অন্যরা মনে করছেন, সেটা হয়তো কোহলির উপর রাসেল, বরুণদের কড়া নজরদারী হতে পারে। ম্যাচের আগে বিপক্ষের সব🌌চেয়ে সেরা প্লেয়ারকে মেপে রেখেছেন কেকেআর-এর এই দুই তারকা। কারণ শনিবারের ম্যাচে কেকেআর শিবিরের সবচেয়ে বড় ভাবনা যে কোহলিকে ঘিরেই।
আরও পড়ুন: রিপোর্﷽ট- মহসিনের সর্বনাশে পৌষমাস হল শার্দুলের, যোগ দিলেন LSG-তে, ময়াঙ্🌼কের চোট নিয়েও সংশয়
নাইটদের সামনে বড় চ্যালেঞ্জ
কলকাতা নাইট রাইডার্স তাদের ২০২৪ সালের শিরোপা জয়ী দল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রেখেছে, যার মধ্যে রয়েছেন গতিশীল অলরাউন্ডার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী, পাওয়ার-হিটার রিঙ্কু সিং এবং রমনদীপ সিং, পেসার হর্ষিত রানা। ফের শিরোপা জয়ের ক্ষেত্রে এই প্লেয়ারদের উপরেই ভরসা করবে কেকেআর। তবে গতবারের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে নাইটরা। তাঁর বদলে প্রবীণ ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। শ্রেয়স এই মরশুমে পঞ্জাব কিংসকে নেতৃত্বে দিচ্ছেন। যাইহোক, এই মরশুমে মেন্টর গৌতম গম্ভীরও নেই, যাঁর হাত ধরে মূলত তৃতীয় বার শিরোপা জিতেছিল কলকাতার দল। তাই এবার নাইটদের সামনে কিন্তু ভালো ফল করার বড় চ্যালেঞ্জ থাকবে! আর তার জন্য প্রথম ম্যাচ থেকেই সাফল্য পেꦑতে হবে।