🐎 ফের নম্বরের খেলায় টিআরপি তালিকায় বেশ বদল দেখা গেল এই সপ্তাহে। গত সপ্তাহে সেরা পাঁচে জায়গা হয়নি ফুলকির। কিন্তু এই সপ্তাহে ফের দিব্যাণী অভিষেকের ধারাবাহিক সেরা ৫ এ ফিরল। তবে নম্বর কমলো স্টার জলসার রাঙামতী তীরন্দাজের। কী অবস্থা পরশুরাম এবং পরিণীতার?
আরও পড়ুন: 🃏বিরাটের পর এবার শাহরুখ! কিং খানকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...?
কী ঘটেছে টিআরপি তালিকায়?
☂না, জায়গা হাতছাড়া করেনি পরিণীতা। এবারও বেঙ্গল টপার হয়েছে উদয়ের ধারাবাহিক। এই মেগার প্রাপ্ত নম্বর ৭.২। তবে এটার প্রায় ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্টার জলসার নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক। যদিও এখনও স্লট লিডার পরিণীতাই।
🍒তালিকায় ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী। অঙ্কিতার ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। আবার এই সপ্তাহে সেরা পাঁচে জায়গা করে তৃতীয় স্থানে উঠে এসেছে ফুলকি। ৬.৬ নম্বর পেয়েছে দিব্যাণী মন্ডল অভিনীত এই মেগা।
🔯চতুর্থ স্থানে যুগ্ম ভাবে আছে স্টার জলসার দুই মেগা। রাঙামতী আগের সপ্তাহে দুই নম্বরে ছিল, এবার তার নম্বর কমার পাশাপাশি স্থানও কমেছে। পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকেরও সামান্য নম্বর কমেছে। উক্ত দুই ধারাবাহিক এই সপ্তাহে ৬.৩ পেয়ে চতুর্থ স্থানে আছে। পাঁচ নম্বরে নেমে এসেছে স্টার জলসার আরেক ধারাবাহিক কথা। তার সঙ্গে একই নম্বর অর্থাৎ ৫.৯ পেয়ে পাঁচ নম্বরে আছে কোন গোপনে মন ভেসেছে।
ꦦঅন্যদিকে এই সপ্তাহের দুই ট্রেন্ডিং ধারাবাহিক হল গীতা এলএলবি এবং চিরদিনই তুমি যে আমার। দুটি ধারাবাহিক পেয়েছে ৫.৭ নম্বর। মিত্তির বাড়িকে টপকে এগিয়ে গিয়েছে জলসার চিরসখা।
এই সপ্তাহের সেরা ৫:
প্রথম: পরিণীতা ( ৭.২ )
দ্বিতীয়: জগদ্ধাত্রী ( ৬.৮ )
তৃতীয়: ফুলকি ( ৬.৬ )
🍃চতুর্থ: রাঙামতী তীরন্দাজ / পরশুরাম আজকের নায়ক ( ৬.৩ )
পঞ্চম: কথা / কোন গোপনে ( ৫.৯ )
✨প্রসঙ্গত এই সপ্তাহেই সম্প্রচারিত হয় মহামিলনের দোল। সেই বিশেষ অনুষ্ঠানের প্রাপ্ত নম্বর ৫.৩। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রাপ্ত নম্বর ৬.৫ এবং জি বাংলা সোনার সংসার পেয়েছে ৬.৭।