রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে করতে হত ২০ রান। স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। উল্টোদিকে ছিলেন রবীন্দ্র জাদেজাౠ। টি২০ ক্রিকেটে এই রান করা অসম্ভব কিছু নয়। বল করতে এসেছিলেন সন্দীপ শর্মা। সিএসকে সমর্থকেরা আশায় ছিলেন, ধোনি দলকে জিতিয়েই মাঠ ছাড়বেন! কিন্তু কোথায় কী। প্রথম বলেই আউট ধোনি। আর এর পরেই বিস্ফোরণ ঘটে ক্ষোভের।
আরও পড়ুন: ﷽স্টার্কের দাপটে ঢাকা পড়ে গেল হায়দরাবাদের অনামী জেসন আনসারির মরিয়া লড়াই, ৭ উইকেটে সহজ জয় দিল্লির
ধোনির উপর বিরক্ত সিএসকে-র ভক্তরা
🐭মাঠের মধ্যেই ধোনির কাণ্ডে খেপে লাল সিএসকে-র ভক্তরা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চেন্নাই সুপার কিংসের ভক্তরা এবার ধোনির উপর এতটাই বিরক্ত যে, তাঁদের আদরের থালাকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন। অনেকে ধোনিকে লোভী বলেও দাবি করেছেন। সিএসকে ফ্যানদের দাবি, এবার ধোনিকে ছেঁটে ফেলতে হবে, তবেই জিতবে দল। ধোনির বদলে অন্য কাউকে খেলানোর দাবি তাঁদের।
সাতে নেমেও মুখ রক্ষা করতে পারলেন না এমএস
ꦫ১৬তম ওভারের পঞ্চম বলে রুতুরাজ গায়কোয়াড় ৪৪ বলে ৬৩ রান করে আউট হলে, সাত নম্বরে ব্যাট করতে নামেন এমএস ধোনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নয়ে ব্যাট করতে নেমে মারাত্মক ভাবে সমালোচনার মুখে পড়েছিলেন সিএসকে-র প্রাক্তন অধিনায়ক। এদিন সাতে নামায় সকলে আশা করেছিলেন, ধোনি বোধহয় দলকে জিতিয়েই মাঠ ছাড়বেন। ধোনি যখন ১৬তম ওভার শেষ বলে ক্রিজে আসেন, তখন ৫৪ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের জেতার জন্য।
♉ তিনি নেমেই চার, ছক্কা হাঁকাতে পারেননি। বরং থিতু হতে কিছুটা সময় নিয়েছিলেন। কিন্তু যখন হাত খুললেন, তার পরেই আউট হয়ে গেলেন। একটি করে চার এবং ছয়ের হাত ধরে ১১ বলে ১৬ করে ধোনি আউট হয়ে গেলে, সিএসকে-র জয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায়। শেষ ওভারে ১৩ রান এলেও, ছয় রানে ম্যাচ হেরে যায় সিএসকে। ধোনির পাশাপাশি স্লো ব্যাটিংয়ের জন্য গালাগাল খাচ্ছেন রবীন্দ্র জাদেজাও। তিনি ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬ রানে জয় পায় রাজস্থান
𝄹টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে। নীতিশ রানার ৩৬ বলে ৮১ রানই রাজস্থানের অক্সিজেন হয়। এছাড়া রিয়ান পরাগ ২৮ বলে ৩৭ রান করেছেন। সঞ্জু স্যামসন ২০ এবং শিমরন হেতমায়ের করেন ১৯ রান। এর বাইরে বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।