হাতুড়েরা যেখানে ব্যবসা ফেঁদে বসেছে, সেইসব তথাকথিত চিক⛦িৎসাকেন্দ্রের থেকে দূরে থাকুন! সংগঠনের সদস্য এবং আসল চিকিৎসকদেরও উদ্দেশে এই আবেদন জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর বিহার শাখা!
কিন্তু, হঠাৎ করে এমন আবেদন কেন? সূত্রের দাবি, এর নেপথ্য়ে রয়েছে একটি খুনের ঘটনা। অভিযোগ, শনিবার (২২ মার্চ, ২০২৫) বিকেলে পটনার একটি ෴বেসরকারি হাসপাতালের ডিরেক্টরকে তাঁরই চেম্বারের ভিতর খুন করা হয়। দাবি করা হচ্ছে, খুন হওয়া ওই মহিলা নিজেকে চ💃িকিৎসক হিসাবে পরিচয় দিলেও আসলে তিনি ছিলেন হাতুড়ে!
যদিও এই ঘটনা থেকে আপাতত নিরাপদ 🎀দূরত্ব বজায় রেখেছে আইএমএ-র বিহার শাখা। একইসঙ্গে সংগঠনের সদস্য ও চিকিৎসকদের হাতুড়েদের সঙ্গ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
সংগঠনের প্রাক্তন জাতীয় সভাপতি তথা বিহার 🍒শাখার প্যাট্রন-ইন-চিফ ডা. সহজানন্দ প্রসাদ সিং এই প্রসঙ্গে বলেন, 'আমরা আমাদের চিকিৎসকদের অনুরোধ করেছিস তাঁরা যাতে কোনও হাতুড়ের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না থাকেন। কিন্তু, তাঁরা যদি এরপরও এই আবেদন না মানেন, তাহলে ভ🍸বিষ্যতে তাঁদের সঙ্গে যদি কোনও অঘটন ঘটে, তাহলে আইএমএ তাতে মাথা ঘামাবে না।'
এরই♓ সঙ্গে ডা. সিং শনিবার সন্ধের ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, 'যিনি নিহত হয়েছেন, সেই মহিলার নাম সুরভী রাই। তাঁর বয়স ৩০ বছর। ওঁর স্বামীর নাম রাকেশ রোশন। ওঁরা দু'জনই আসলে হাতুড়ে। আইএমএ-র এক্ষেত্রে কিছুই বলার থাকতে পারে 𒀰না। কারণ, আদতে তাঁদের সঙ্গে চিকিৎসা পেশার কোনও সম্পর্ক নেই।'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটনার আগামুকান থানা এলাকার ধানুকি মোড়ে একটি নার্সিংহোম রয়েছে। সে༒খানেই চেম্বার ছিল সুরভীর। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সেই চেম্বারের ভিতরেই তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প🌃র তাঁকে পটনার এইমস-এ নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় সুরভীর।
শনিবারের এই ঘটনা থেকে দূরত্ব বজায় রেখেছেন আইএমএ বিহারের সভাপতি ডা. অশোক কুমার যাদবও। উলটে তাঁর দাবি হল, কীভাবে হাতুড়েরা রীতিমতো চেম্বার, হাসপাতাল খুলে বসছে, রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে, সেটা অবশ্যই সর🏅কারের খতিয়ে দেখা♉ উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত।
ডা. যাদব বলেন, 'যে প্রতিষ্ঠানে এই খুনের ঘটনা ঘটেছে, সেই প্রতিষ্ঠান যাঁরা চালান, তাঁরা আদতে কেউই চিকিৎসক নন। ওটা হাতুড়েদের হাসপাতাল। মাঝেমধ্যে ওখানে ডাক্তারদের ডেকে পাঠানো হয়, যাতে বিশে🦹ষ কিছু রোগীর চিকিৎসা করা সম্ভব হয়। সমস্ত চিকিৎসকদের কাছে আমাদের অনুরোধ হল, এই ধরনের হাতুড়েদের প্রতিষ্ঠান থেকে দূরে থাকুন।'