🔯 আইপিএলের উদ্বোধন হয়ে গেল শনিবার কলকাতা ইডেন গার্ডেনে বেশ ধুমধাম করে। তবে এবারে এক তো বৃষ্টি, অপরদিকে পারফরমেন্সও যেন একটু হলেও ফিকে। অন্তত নেটপাড়ার তেমনটাই দাবি। গতবার উদ্বোধনে সকলকে মাতিয়েছিলেন অরিজিৎ সিং। আর এবারে মঞ্চে ওঠেন শ্রেয়া ঘোষাল। বাংলার এই মেয়েকে প্রত্যাশার পারদ বরাবরই থাকে তুঙ্গে। তবে এবার যেন একটু হলেও অনেকেই হতাশ শ্রেয়াকে নিয়ে। যার মধ্যে অন্যতম কারণ হল, বাংলার মাটিতে দাঁড়িয়ে, হাজার হাজার বাঙালি দর্শকের সামনে থেকেও, বাংলায় একটাও গান গাইলেন না শ্রেয়া।
🅠সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখালিখি কম হয়নি। এবার সেই সুরই ফুটে উঠল অভিনেতা চিরঞ্জিতের গলাতে। তিনি এক সংবাদমাধ্যমকে বললেন, ‘শ্রেয়া বাঙালি। কলকাতায় যখন আইপিএলের উদ্বোধন, সেখানে সব গানের মাঝে দু লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কী করে চলবে’।
🃏এবারের আইপিএলের উদ্বোধনে হাজির ছিলেন শাহরুখ খান থেকে শুরু করে দিশা পাটানি প্রমুখরা।প্রায় বারো মিনিটের কিছু বেশি সময় ধরে পারফর্ম করেন শ্রেয়া ইডেনে। দেখা যায়, আইপিএলের প্রতিটি দলের জন্য এক-একটি করে গান বেছে নিয়েছিলেন তিনি। আর তালিকায় ছিল- ‘যুবা’, ‘আমি যে তোমার’, ‘ঘুমার’, ‘ঢোল বাজে’, ‘রং দে বসন্তী’, ‘মা তুঝে সলমের’ মতো গান। এমনকী বাংলায় দাঁড়িয়ে তেলেগু ভাষার গান ‘সামি সামি’ও শোনা যায় তাঁকে গাইতে।
ꦦসোশ্যাল মিডিয়াতেও একটি পোস্টে লেখা হয়, ‘খুব ছন্নছাড়া অনুষ্ঠান। জমাতে পারলেন না শাহরুখ। আর শ্রেয়া ম্যাম বাংলায় অন্তত একটা গান গাইতে পারতেন’। আরেকজন লেখেন, ‘আমি ভেবেছিলাম শ্রেয়া ম্যাম একটা গান অন্তত বাংলায় গাইবেন। অবাঙালিরা বাংলার মানুষদের মন পেতে ‘কেমন আছো কলকাতা’ বলছে, আর বাঙালিরা বাংলা ভুলে যাচ্ছে!’
❀যদিও এসব বিতর্ক থেকে অনেকটাই দূরে শ্রেয়া। বলেছেন, ‘এটা অসাধারণ। আমি অনেক, অনেক পারফরমেন্স করেছি, আমি কত বড় বড় ভেন্যুতে গান করেছি, তার সংখ্যা গুনে বলতে পারব না। কিন্তু এটার আবেগই আলাদা, এটা ইডেন গার্ডেন, এটা কলকাতা, এটা ভারত।’
🌠‘যখন সঙ্গীতের সঙ্গে ক্রিকেটের মিল হয়, তখন এটাই আমাদের দেশের আসল উদযাপন, এবং আমাদের যা আছে তা নিয়ে আমরা গর্বিত। আমার হাতে থাকা সীমিত সময়ের মধ্যে, আমি এই পরিবেশনাটি দেওয়ার চেষ্টা করেছি। গোটা বিশ্ব দেখুক আমরা কী পারি!’, নিজের বক্তব্যে আরও জুড়েছেন শ্রেয়া।