ꦡ সদ্যই বাগদান সেরেছেন অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডু। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর প্রেমের মাসেই আশীর্বাদ এবং বাগদান হয় তাঁদের। কিন্তু এদিন তাঁদের এনগেজমেন্টের বেশ কিছু বোল্ড ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়তে হল তাঁদের।
আরও পড়ুন: 🀅পুরনো পরিচালক গিল্ডে ঘর ওয়াপসি সৃজিত, রাহুল, অরিন্দমদের! নতুন গিল্ডকে কি ব্রাত্য করল ফেডারেশন?
কী ঘটেছে?
❀এদিন অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডুর এনগেজমেন্টের দুটো ছবি পোস্ট করা হয় একটি ফ্যান পেজের তরফে। সেখানে দেখা যাচ্ছে থাই স্লিট মেরুন গাউন পরে সুকান্তর দিকে তাকিয়ে বসে আছেন অভিনেত্রী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর জুতো ঠিক করছেন সুকান্ত। আর তাঁর দিকে তাকিয়ে আছেন অনন্যা। তাঁদের এই ছবি দেখেই বিদ্রূপ শুরু করেছেন নেটিজেনরা।
🐠চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই তারকা জুটিকে। কেউ লেখেন, 'পুরো ছাপড়ি লাগছে।' কেউ আবার লেখেন, 'এত খরচ করে পোশাক বানিয়ে পরার কোনও দরকার ছিল না যখন নগ্নতাকেই বিক্রি করবে, কারণ পোশাকের তলায় সকলেই নগ্ন।' তৃতীয়জন লেখেন, 'শুধু বাবা মার জন্য মায়া লাগছে, কি অসহায় ছিঃ।' চতুর্থ ব্যক্তি তো অভিনেত্রীকে 'রাস্তার মেয়ে' বলে কটাক্ষ করে বসেন।
অনন্যা এবং সুকান্তর বাগদান
♓২৫ ফেব্রুয়ারি সুকান্তর সঙ্গে বাগদান সারলেন অনন্যা গুহ। তাঁদের সকালের আশীর্বাদ লুক থেকে বিকেলের বাগদানের লুক সবই প্রকাশ্যে এসেছে। সকালে সাবেকি সাজে ধরা দিলেও, বিকেলে তাঁদের দুজনকে পশ্চিমী পোশাকে তাক লাগাতে দেখা যায়। অনন্যা গুহ তাঁর বাগদানের রাতে পরেছিলেন মেরুন রঙের একটি অফ শোল্ডার থাই স্লিট গাউন পরেছিলেন। অন্যদিকে সুকান্ত কুন্ডু পরেছিলেন কালো শার্ট, স্যুট। এদিন তাঁদের জুটি বেঁধে যেমন ফটোশ্যুট করতে দেখা যায় তেমনি সুকান্তর হাত ধরে জমিয়ে নাচতেও দেখা যায় অনন্যা গুহকে। আশীর্বাদের সকালে লাল বেনারসি পরে সুকান্তর বাড়িতে এদিন ঢুকতে যায় অনন্যাকে। সঙ্গে পরেছিলেন ম্যাচিং লাল ব্লাউজ। কনের সঙ্গে ম্যাচ করে লাল পঞ্জাবি এবং সাদা পায়জামা পরেছিলেন সুকান্ত।
আরও পড়ুন: ❀বাবা নাকি স্বামী, কার লেখা বেশি পছন্দের? ইন্ডিয়ান আইডলে মানসী গুগলি দিতেই শাবানা বললেন...
💙এক কথায় বলাই যায় অনন্যা সুকান্তর বাগদানের মেনু বেশ জমজমাট। একেবারে বাঙালিয়ানা ভরা এই মেনু। ভাত, মনোহরি ডাল, নারকেলের বড়া, বেগমতি ফুলকপি, ঠাকুরবাড়ির পোলাও, মুরগির রসগোল্লা থেকে শুরু করে নানা রকমের ভর্তা... কী নেই তাতে। এমনই শেষ পাতে মিষ্টি মুখের জন্য রয়েছে কমলালেবুর চাটনি ও হেমকণা পায়েস। উপহারে পেয়েছেন ম্যাচিং রাত পোশাক, রাধা কৃষ্ণের মূর্তি, একটি ডিফিউজার, একটি নামি পোশাকের ব্র্যান্ডের গিফট কার্ড, নামি মেকআপ কোম্পানির ব্যাগ এবং মেকআপ, ইত্যাদি।