২০২০ সালের ১৪ জুলাই, আচমকা সুশান্তের মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ভারত। করোনা চলা🍸কালীন এই মৃত্যুর সমস্ত দায় গিয়ে পড়ে🧔ছিল রিয়া চক্রবর্তীর ঘাড়ে। বেশ কিছুদিন জেল খাটতে হয়েছিল রিয়া এবং তাঁর ভাই শৌভিককে। এবার এই প্রসঙ্গেই কথা বললেন রিয়ার বন্ধু নিধি হিরানন্দানি।
২০২৫ সাল অর্থাৎ সুশান্তের মৃত্যুর প্রায় পাঁচ বছর পর অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি🌞 জানায় সিবিআই। খুন করে নয়, বরং আত্মহত্যা করে মৃত্যু হয়েছে অভিনেতার, এই ঘোষণা করার পরই রিয়া এবং তাঁর ভাইকে ক্লিনচিট দেওয়া হয় কোর্টের তরফ থেকে। কিন্তু এই মাঝের পাঁচ বছর কেমন কেটেছে রিয়া এবং তার গোটা পরিবারের? জানালেন রিয়ার বন্ধু নিধি।
আরও পড়ুন: অজয়ের জন্মদিন শুভেচ্ছা বার্তা রুদ্রনীলের, ব🐼ললেন, ༺‘কম কথা বললেও উনি...’
আরও পড়ুন: ‘তুম্বাদ’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন শ্রদ্ধা? জল্পনা রটতেই কী বলছে ন🧸েট💜পাড়া?
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওꦫয়া একটি সাক্ষাৎকারে নিধি বলেন, ‘গত ৫ বছরে রিয়ার পরিবার যে অগ্নিপরীক্ষা দিয়েছে, তা কহতব্য নয়। এই ক্ষতিপূরণ করা সম্ভব নয় কারোও প💫ক্ষে। সুশান্ত এবং রিয়ার মধ্যে ভীষণ ভালোবাসা ছিল, রিয়ার পক্ষে সুশান্তকে মারা কোনওদিন সম্ভব নয়।’
নিধি বলেন, ‘সুশান্তের মৃত্যুর পর তাঁর শোক পালন করার সময়টুকু দেওয়া হয়নি রিয়াকে। বারবার পুলিশি তলবে তাঁদের জর্জরিত করে দেওয়া হয়। শোকে আচ্ছন্ন গোটা পরিবার সেই সময় কোনও রকমে বেঁচে ছিল। সাংবাদিকদের কাছ থেকে পিটুনিও খেতে হয়েছিল রিয়াকে। ওর হাতে, মুখে সেদিন যে আঘাতের চিহ্ন ছিল, তা ভুলে যাওয়া অসম্ভ𝕴ব।’
পুরনো দিনের কথা স্মরণ করে রিয়ার বন্ধু বলেন, ‘রিয়াকে যেদিন মারা হয় সেই দৃশ্য আমি রিয়ার মায়ের সঙ্গে বসে টেলিভিশনে দেখেছিলাম। রিয়ার মা-বাবা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। ওর মা কথা পর্যন্ত বলতে পারতেন না।𒆙 ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থাকতেন শুধু বিচার পাওয়ার আশায়।’
আরও পড়ুন: অজয়কে𒀰 জ🌺ন্মদিনের শুভেচ্ছা কাজলের, ক্যাপশন দেখে হেসে খুন ভক্তরা!
আরও পড়ুন: ২৫ বছর পর বড় পর্দায় সলমন-সঞ্জয় জুটি, ছবির নাম এল পജ্রকাশ্যে, কবে শুরু শ্যুটিং?
নিধির কথায়𝕴, ‘সেই সময় যা ঘটছিল তাই মানুষ মেনে নিচ্ছিল। আমার মনে আছে, রিয়া এবং শৌভিক কতটা ভেঙ্গে পড়েছিল। গোটা পরিবার ডিপ্রেশনে চলে গিয়েছিল। আমার যখন কিছু করার ছিল না। শুধু অসহౠায় ভাবে ওদের দেখতাম। শুধু মনে হত, একদিন এসব কিছু শেষ হবে।’
সুশান্তের মৃত্যুর প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে নিধি বলেন, ‘ঘটনাটি যখন ঘটে তখন শৌভিকের বয়স ২৩, ও তখন CAT পরীক্ষা দিচ্ছিল। সুশান্তের ঘটনা ঘটে যাওয়ায় কোনও কলেজে ওর এডমিশন হয়নি। রিয়াও কোনও সিনেমায় কাজ পাচ্ছিল না। ওই একটা ঘটনা রাতারাতি ওদের দুজনকে পাল্টে ফেলে। ওরা এখন অনেক বেশি ম্যাচিও🌟র।’