🎃 ফের জমে উঠতে চলেছে ক্রিকেটের ময়দান। শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫। চলতি বছরে (২০২৫) আইপিএল মরসুম শুরু হতে চলেছে ২২শে মার্চ, শনিবার। এদিন কলকাতার ইডেন গার্ডেনে হতে চলেছে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা শাহরুখ খান, সলমান খান, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্তের মতো বলিউডের সবচেয়ে বড় তারকাদের। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াও নাকি থাকতে পারেন অনুষ্ঠানে।
💞আজ, ২১ মার্চ, শুক্রবার সন্ধ্যেয় ইতিমধ্যেই শহরে এসে পড়েছেন কিং খান শাহরুখ। এদিন কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কলকাতা বিমানবন্দরে নামে 'বাদশা'। তাঁর সঙ্গে দেখা মেলে ম্যানেজার পূজা দাদলানির।
꧑এদিকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে নানান জল্পনা। যদিও বলিপড়ায় কিং খান সম্পর্কে প্রায় কোনও কেচ্ছা-ই শোনা যায় না। একপ্রকার নিষ্কলঙ্ক কেরিয়ার ও ব্যক্তিগত জীবন তাঁর। তবে একসময় শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে বলিপড়ায় নানান গুঞ্জন ছড়িয়েছিল। সেকথা কারোরই অজানা নয়।
🌳যদিও বর্তমানে প্রিয়াঙ্কা এখন মার্কিন মুলুকের বাসিন্দা। নিক জোনাসকে বিয়ে করে সুখেই ঘরকন্য়া করছেন। বলিপাড়ায় একসময় সেভাবে কাজ না পেয়ে পিগি চপস কেরিয়ারও গড়েছিলেন হলিউডেই। তবে খোদ কিং খানের সঙ্গে যাঁর নাম জড়িয়েছিল, সেই প্রিয়াঙ্কার IPL উদ্বোধনী অনুষ্ঠানে থাকার খবরে তাই চর্চা তো হবেই। কারণ দীর্ঘ ২০ বছরে আর মুখমুখি হতে দেখা যায় নি শাহরুখ-প্রিয়াঙ্কাকে। অনেকেই প্রশ্ন করছেন তবে কি প্রায় দুই দশক পর তিলোত্তমার হাত ধরেই আরও একবার মুখোমুখি হতে চলেছেন শাহরুখ-প্রিয়াঙ্কা?
🅠তবে সবটাই এখনও জল্পনা। আদপে কী ঘটতে চলেছে তা ক্রমশ প্রকাশ্য। সবটাই জানা যাবে ২২ মার্চ।
൩এদিকে শোনা যাচ্ছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ আউজলার মতো নামী গায়ক-গায়িকারা। অনুষ্ঠান মঞ্চে দেখা মিলতে পারে দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানকেও। তাই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে।