বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর ‘আশিকি ৩’ নামক নতুন ছবি নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। এই ছবিতে 'পুষ্পা ২’ খ্যাত অভিনেত্রী শ্রীলীলাকে দেখা যাবে কার্তিকের 🔴বিপরীতে। এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই কার্তিক ও শ্রীলীলার অনুরাগীরা বেশ উত্তেজিত। কারণ, সোশ্যাল মিডিয়ায় এই জুটির রোমান্স নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কার্তিক শ্রীলীলার সঙ্গে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন। এই ছবি দেখে অনুরাগীরা ভীষণ আনন্দ পেয়েছেন। কমেন্টও করেছেন তাঁরা। ছবিতে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚদেখা যাচ্ছে কার্তিক ও শ্রীলীলা দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে রয়েছেন।
আরও পড়ুন: দেখতে এক হলেও এক নয়, অভিষেকের ঘড়ির থেকে কতটা আলাদা স🉐লমনের ঘড়ি
আরও পড়ুন: প্রচারের♔ আলোয় সলমনেℱর নতুন ঘড়ি! দাম শুনলে আঁতকে উঠবেন আপনি
ไ ছবিতে দেখা যাচ্ছে, কার্তিক শ্রীলীলার দিকে তাকিয়ে আছেন, আর শ্রীলীলা লজ্জায় মাথা নিচু করে রয়েছেন। কার্তিকের লুক বেশ রাফ। দাড়ি লম্বা, চুলও লম্বা। শ্রীলীলা গোলাপী রঙের পোশাক পরেছেন, যাতে তিনি অসাধা𒀰রণ দেখাচ্ছেন। ছবিটি শেয়ার করে কার্তিক ক্যাপশনে লিখেছেন, ‘তুই আমার জীবন।’
আরও পড়ুন: 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানু𝔉ষ, জানেন তিনি কে?
আরও পড়ুন: ছুটির আমেজে সামান্থা, ছবি দেখেই প্রশ্নবাণ, ‘কে তুলে দিল?’ চট๊পট জবাব নায়িকার
কার্তিক ও শ্রীলীলার এই ছবিতে নেট নাগ🔴রিকরা প্রচুর কমেন্ট করেছেন। বেশিরভাগ নেটিজেন এই জুটির প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আমি তোমাদের দুজনের এই ছবির ক🌟েমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আরেকজন লিখেছেন, ‘এখন আর প্রেমের অপেক্ষা করা যাচ্ছে না।’ কেউ লিখেছেন, ‘এটা হিট হবে বস।’ আর কেউ লিখেছেন, ‘আরেকটি ব্লকবাস্টার তৈরি হচ্ছে।’