১৩ বছর আগে🏅 অভিনেতা কার্তি🌠ক আরিয়ান পা রেখেছিলেন বলিউডে। কোনও ফিল্মি কানেকশন ছাড়াই ধীরে ধীরে শক্ত করেছেন নিজের পায়ের তলার মাটি। তবে এতবছর পরেও কার্তিকের প্রসঙ্গে অনেকেই বলেন ‘আউটসাইডার’। যা নিয়ে সম্প্রতি কথা বললেন সিনেমার চান্দু।
কার্তিককে বলতে শোনা যায়, তিনি বরাবরই জানতেন, দ্বিতীয় সুযোগ তাঁর কাছেনাও আসতে♐ পারে। তাই প্রতিটা কাজ আরও মন দিয়ে করার অনুপ্রেরণা পেতেন নিজের মধ্যে। কার্তিক ২০১১ সালে লাভ রঞ্জনের প্যায়ার কা পাঞ্চনামা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং প্যা𒁃য়ার কা পাঞ্চনামা ২, সোনু কে টিটু কি সুইটি, লুকা ছুপি, ভুল ভুলাইয়া ২ এবং সত্যপ্রেম কি কথার মতো সিনেমার মাধ্যমে বলিউডে নিজের জায়গা দৃঢ় করেছেন। আপাতত অপেক্ষায় রয়েছেন 'চান্দু চ্যাম্পিয়ন' ছবি মুক্তির।
আরও পড়ুন: দাদার মতো ফর্সা নন অক্ষয়-কন্যা নিতারা, ‘কালো মেয়ে’ নিয়ে কী লিখল টুইঙ্কল খান♕্না?
বহিরাগত ট্যাগ নিয়ে কার্তিকের বক্তব্য
কার্তিক যখন কেরিয়ার শুরু করেন ইন্ডাস্ট্রি꧃তে, সেই সময় তাঁর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না ইন্ডাস্ট্রির কারও। অভিনেতা মেনꦕে নেন, তিনি এতটা পথ এগিয়ে এলেও নিজের শিকড় ভোলেননি। জানেন কোথা থেকে শুরু হয়েছিল তাঁর জার্নিটা। এইজন্য কৃতজ্ঞতাও ভরে রয়েছে তাঁর মনে।
হিন্দুস্তান টাইমস বাংলাকে কার্তিক বললেন, ‘আমি যখন বলিউডে যাত🎶্রা শুরু করি, তখন এখানে কাউকে চিনতাম না। আর আজ অবধি যেভাবে চলছে, পরিস্থিতি একই। আমার কাছে সবকিছুই একই। কিছু শুক্রবার সফল হয় এবং কিছু হয় না। কিন্তু বাস্তব হল, আমি কখনোই এখানের (বলিউডের) ভিতরের মানুষ ছিলাম না।’
তাই মানতে অসুবিধে নেই ‘বাইরের দুনিয়া’ থেকে তিন💝ি এসেছেন টিনসেল টাউনে। ‘এটি এমন একটি মানসিকতা෴ যা আমার সঙ্গে সারা জীবন থাকবে। আজ অবধি আমি বিশ্বাস করি, যে কোনও শুক্রবারই আমার শেষ শুক্রবার হতে পারে। এই প্রতিধ্বনিই আমার মনের মধ্যে ঘুরপাক খায়।’
আরও পড়ুন: মাত্রꦐ ৪ রানে আউট হয় বিরা♚ট, অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া ভাইরাল হল, কী করেন তিনি?
‘হতে পারে কোথাও গিয়ে আমি জানি যে, অন্য কোনও ব্যাকআপ নেই আমার। আমি দ্ব🐎িতীয় বা তৃতীয় সুযোগ নাও পেতে পারি। আর এই ভয়টাই ঘোরে আমার মধ্যে।’, আরও বলেন কার্তিক।
কার্তিকের মতে, বলিউডে তাঁর যাত্রা একটি খোলা বই ছিল এবং সবাই এটি প্রত্যক্ষ করেছে, তা উত্থান🀅-পতন হোক বা উত্থান।
‘এই কারণেই লোকেরা আমাকে বহিরাগত হওয়ার বিষয়ে ক্রমাগত জিজ্ঞাসা করতে থাকে। আমি এই যাত্রা নিয়ে গর্বিত এবং সে কারণেই আমি এটি নিয়ে আরও সোচ্চার। এবং এটি একটি ভালো জিনিস। যে নিজে থেকে এটি তৈরি করেছে, তার সত্যিই এটি গর্ব করার বিষয়’, সগর্বে ♌জবাব দিলেন কার্তিক।
আরও পড়ুন: ‘সব ভালো জ𒉰িꦰনিসেরই তো…’! জল থই থই ভালোবাসা বন্ধ ৯ মাসেই, কী বলছেন ‘তোতা’ অনুশা?
সাফল্যকে হালকাভাবে না নিয়ে তিনি
বক্স অফিসে হিট মেশিন হিসেবে বর্তমানে ধরা হয় কার্তিক আরিয়ানকে। শুধু তাই নয়, অনেকেই তাঁকে মনে করেন অক্ষয় কুমারের যোগ্য উত্তরসূরী। পরপর 🐽হিট উপহার দিয়ে কার্তিক বাড়িয়েছেন নিজের দর ইতিমধ্যেই।
‘আমি সাফল্য নিয়ে সেভাবে কথা বলি না। আপনি এটাকে কুসংস্কার বꦇলতেই পারেন। ব♔া নজর লেগে যাওয়ার মতো কথা। আমি শুধু আমার কাজ করে যাচ্ছি। আমি আশা করি মানুষ আমার কাজের প্রতি তাদের ভালোবাসা এবং আগ্রহ প্রদর্শন অব্যাহত রাখবে। আমি যেভাবে কাজ করে আসছি সেভাবেই কাজ করে যাব এবং ফ্লপ বা হিটের প্রতি আসক্ত হব না।’
মুক্তির অপেক্ষায় চান্দু চ্যাম্পিয়ন
বর্তমানে কার্তি🍸ক কবীর খান পরিচালিত চান্দু চাম্পিয়ন মুক্তির অপেক্ষায় রয়েছেন। ‘ছবিটিতে কাজ করতে পেরে আমি খুবই তৃপ্তি পেয়েছি। মুরলীকান্ত পেটকারের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কঠিন ছিল, তবে একটি খুব উপভোগ্য প্রক্রিয়া ছিল। সৃজনশীল দিক দিয়ে সন্তুষ্ট ছিলাম আমি। এমন একটি সিনেমায় সুযোগ পাওয়া সত্যিই বিরল। আমি খুব খুশি যে, আমার হাতে এমন একটি অফার এসেছে। অনেক আঘাত, অনেক ত্যাগ সত্ত্বেও, আমি দুর্দান্ত সময় কাটিয়েছি।’, জানালেন কার্তিক। এরপর ভুল ভুলাইয়া ৩-এ দেখা যাবে তাঁকে। স্ক্রিন শেয়ার করবেন এবারে বিদ্যা বলনের সঙ্গে।
চান্দু চ্যাম্পিয়ন ছবিটি ফ্রিস্টাইল সাঁতারে ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদকজয়ী মুরলীকান্ত পেটকারের জীবন অবলম্বনে নির্মিত। কার্তিককে চান্দুতে মুরলীকান্তের জীবন নিয়ে আসতে দেখা যাবে, যার জন্য তিনি পুরোপুরি বদলে নিয়েছিলেন নিজের শরীরের গঠন। আগামী ১৪ জুন মুক্তি পাবে ছবিটি। যৌথভাবে প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওযಌ়ালা ও কবির খান।