আগেই জানিয়েছিলেন তিনি যে আর কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির কোনও ছবির পরিচালনা করবেন না তিনি। হালফিলে জানিয়ে দিয়েছেন ফেলুদাও নিয়ে আসবেন না আর। এবার তাঁকে ছাড়াই শুরু হল কাকাবাবুর নতুন সফর। SVF এর তরফে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী ছবির ঘোষণা করা হয়। শুধু তাই নয়, অনুষ্ঠিত হয় শুভ মহরত। আর তখনই ভিডিয়ো কলে টিমের সঙ্গ🍃ে কথা বললেন সৃজিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ছুরি কাণ্ডের পর প্রথমবার জুটিতে খান দম্পতি! পিসতুতো ভাইয়ের বিয়েতে সইফেরꦡ হাত ধরে এলেন করিনা
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচဣ্ছে ভিডিয়ো কল করেছেন সৃজিত মুখোপাধ্যায়। তিনি কাকাবাবুর টিমকে শুভেচ্ছা জানান। কথা বলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ছবির প𝕴রিচালক চন্দ্রাশিস রায়ের সঙ্গে।
প্রসঙ্গত কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির মিশর রহস্য, কাকাবাবুর প্রত্যাবর্তন এবং ইয়েতি♋ অভিযান ছবি তিনটি পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এবার আসছে চতুর্থ ছবি বিজয়নগরের হিরে। সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে আবারও রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু হিসেবে সন্তুর সঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
২১ ফেব্রুয়ারি, ভাষা দিবসের দিন শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল এই ছবির। এদিনের অনুষ্ঠানে কেবল পরিচালক চন্দ্রাশিস রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক 🐭উপস্থিত ছিলেন এমনটা নয়। ছিলেন ꦯটিমের বাকি সদস্যরাও।
আরও পড়ুন: বিয়ের🍃 বছর ঘোরার আগেই সন্তান! কটাক্ষের জবাবে শ্রীময়ী বললেন, 'আমাদের পারফরমেন্সটা ভাবো...'
কী দেখা যাবে বিজয়নগরের হিরে ছবির গল্পে?
বিজয়গরের হিরে উপন্যাসে কিন্তু কাকাবাবু একা নন, এবার তাঁর সঙ্গে বেড়াতে যাচ্ছেন সন্তু, জোজো, রিঙ্কু ও রঞ্জন। তাই কাকাবাবুর পুরো টিমের এটা একটা জমজমাট গল্প। উপন্যাসের গল্পে অনুযায়ী পথে এক জায়গায় খেতে নেমে কাকাবাবু ও তাঁর টিমের সঙ্গে দেখা হয়ে যায় মোহন সিং নামে একজনের। সেই দলে আছেন ভগবতীপ্রসাদ শর্মা নামের একজন বিখ্যাত ঐতিহাসিক। মোহন সিং কাকাবাবুদের হাম্পি যেতে বারণ করে, বলাভালো রীতিমত শাসিয়ে যায়। এমনকি কাকাবাবুর দলের সঙ্গে কিছুটা ধাক্কাধাক্কি, হাতাহাতিও হয়ে যায় মোহন সিংদের। এদিকে ঠিক তখনই আবার সেই ভগবতীপ্রসাদ শর্মা কাকাবাবুর কানে কানে কী একটা বলে দেয়। উপন্যাসের গল্পে দেখা যায়, ঐতিহাসিক জায়গা হাম্পিতে সাধারণ পর্যটকদের ঢোকা নিষেধ। কোনও মতে সেখানে ঢুকে যাওয়ার পর কাকাবাবুকে সরিয়ে নেওয়া হয়। সরবত খাইয়ে অজ্ঞান করে দেওয়া হয় তাঁর সঙ্গীদের। ভগবতীপ্রসাদকেও কোথাও দেখতে পাওয়া যায় না। এরপর ছত্রভঙ্গ হয়ে যাওয়া কাকাবাবুꦯদের দল কি বেরিয়ে আসতে পারবে এই বন্দীদশা থেকে? তবে কি মোহন সিং অন্যায়ভাবে হাতিয়ে নিতে চাইছে বিজয়নগরের হিরে?