অভিনেতা সুনীল শেট্টি খুব জলদিই দাদু হতে চলেছেন। একটি পডকাস্টে চন্দা কোচারের﷽ সঙ্গে কথা বলার সময় ভাগ করে নিয়েছেন যে, মেয়ে আথিয়া শেট্টি ও জামাই কেএল রাহুলের প্রথম সন্তান আসার জন🎃্য অধীর গোটা পরিবার।
আথিয়ার সন্তান নিয়ে কী জানালেন সুনীল শেট্টি
সুনীলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, শেট্টি পরিবারের ডিনার টেবিলের কথোপকথন ঠিক কেমন। তাতে অভিনেতা জবাব দেন, ‘এই মুহূর্তে নাতি বা নাতনি। আর অন্য কোনো কথাই হয় না। আমরাও অন্য কিছু নিয়ে কথা বলতে চাই না। সবাই শুধু এপ্রিল মাস♏ের অপেক্ষাতে রয়েছি।’ অর্থাৎ, এপ্রিলেই অভিনেত্রীর কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান।
সুনীল আরও জানিয়েছেন যে তিনি মনে করেন, তাঁর ম♔েয়ে আথিয়াকে এখন 'সবচেয়ে সুন্দরী' দেখাচ্ছে। ‘সবকিছুই ওই ছোট্ট প্রাণকে ঘিরে আবর্তিত হচ্ছে। ছেলে হোক বা মেয়ে, তাতে কিছু যায় আসে না।’ পাপা সুনীল আরও বলেন, ‘তবে আমি সবসময় ভাবতাম যে মানা (তার স্ত্রী) যখন গর্ভবতী ছিল তখন 🌸তাঁকে সবচেয়ে সুন্দর দেখাত। আর এখম আমি আথিয়াকে দেখছি এবং তাকে সবচেয়ে সুন্দর দেখাচ্ছে।’
দম্পতি সম্পর্কে
আথিয়া, যিনি হিরো, মুবারকা এবং মতিচুর চাকনাচুরের মতো ছবিতে অ🌼ভিনয় করেছিলেন, কয়েক বছর ডেটিং করার পরে ২০২৩ সালের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলকে বিয়ে করেছিলেন।
গত বছর এপ্রিলে ডান্স দিওয়ানের একটি পর্বে 'নানা (দাদু) হওয়෴ার কথা বলেছিলেন সুনীল। সঞ্চালক ভারতী সিং যখন সুনীল শেট্টিকে টিজ করেন যে তিনি কেমন 'নানা' হবেন,ไ তখন অভিনেতা জবাব দিয়েছিলেন, ‘হ্যাঁ, পরের মরসুমে যখন আমি (ডান্স দিওয়ানে) আসব, তখন আমি নানার মতো মঞ্চে হাঁটব।’
যার ফলে অনেকেই ভেবে নেন যে, অভিনেতা এই শোতে নিশ্চিত করেছেন যে আথিয়া এবং রাহুল শীঘ্রই ব🅺াবা-মা হবেন। সেই সময় জল্পনার কোনও জবাব দেননি দম্পতি। এরপর আথিয়া এবং রাহুল নভেম্বরে ঘোষণা করেছিলেন যে ২০২৫ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হবে। আপাত♚ত প্রেগন্যান্সির তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন আথিয়া।