রোহিত শেট্টির জনপ্রিয় স্টান্ট শো 'খতরো কে খিলাড়ি ১৫' নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। অধীর আগ্রহে এই শো শুরু হওয়ার অপেক্ষা করছেন দর্শকরা। শো নিয়ে প্রতি মুহূর্তে নতুন নতুন আপ🎃ডেট বেরোচ্ছে। ইতিমধ্যেই রোহিতের শোয়ে অংশগ্রহণের জন্য অনেক তারকাদের নাম সামনে এসেছে। এবার আরও একজন টেলিভিশন ❀জগতের বড় নাম সামনে উঠে এল। আসুন জেনে নিই কে তিনি?
এই বছর ‘খতরো কে খিলাড়ি ১৫’-এ প্রতিযোগী তালিকায় বেশিরভাগ নামই তাঁদের, যারা বিগ বসের সাথেও যুক্ত ছিলেন। বিগ বস ১৮-এর অনেক প্রতিযোগীর নাম এখনও পর্যন্ত সামনে উঠে এসেছে। এবার জানা গেল আর এক বিগ বস প্রতিযোগীর নাম। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, রোহিত শেট্টির শোয়ের জন্য বিগ বস ১৩-এর প্রাক্তন প্রতিযোগী পারস ছাবড়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিগ বসের ঘরে পারস যে বিতর্ক তৈরি করেছিলেন, সেকথা সকলের জানা। এবার পালা ‘খ🌼তরো কে খিলাড়ি ১৫’-এর।
আরও পড়ুন: 'বলিউড তারকা💙রা কখꦕনওই এই কাজ…', আল্লু অর্জুনের কোন ব্যবহার মুগ্ধ করেছিল গণেশকে?
আরও পড়ুন: 'আমার বাবার পদবীর কꦜারণে আমি...', সগর্বে নিজেকে ‘নেপো’ কিড বলে দাবি পৃথ্বীরাজের
বিগ বিস বিতর্ক
পারস ছাবড়া কিছুদিন আগে একটি পডকাস্টে খতরো কে খিলাড়ি ১৫' নিয়ে মন্তব্য করেন। সাক্ষাৎকার দিতে গিয়ে পারস জানিয়েছিলেন, তাঁকে ‘খতরো কে খিলাড়ি’-র বিগত অনেক সিজনের জন্য অফার দেওয়া হয়ে﷽ছিল, 𓃲কিন্তু তিনি তা করতে অস্বীকার করেছিলেন।'
পারসের কথা শুনে বোঝা💖ই যাচ্ছে, যদি পারস শোয়ে আসেন, তাহলে শোয়ের TRP চরচর করে বাড়বে। উল্লেখ্য, ‘বিগ বস ১৩’-এ পারস ১০ লক্ষ টাকা ভরা একটি স্যুটকেস নিয়ে নিজেই শো থেকে বেরিয়ে গিয়েছিলেন। ঘটনাটি নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল একসময়।
আরও পড়ুন: নেই রক্তের সম্পর্🎃ক, তাও তামান্না-বিজয়কে কেন ‘গডপ্যারেন্ট’ মনে করেন রা🅷শা?
আরও পড়ুন: যৌন নিগ্রহ থেকে মৌ🅺খিক নির্যাতন, ইন্ডাস𒁏্ট্রির কোন অন্ধকার দিক তুলে ধরলেন অবনীত?
কে কে থাকছেন শোয়ে
এই মুহূর্তে ইশা সিং এবং মল্লিকা শেরাওয়াত ছাড়া সামনে উঠে এসেছে এলভিস যাদব, অভিনাশ মিশ্র, দিগ্বিজয় সিং, চꦏুম দারাং, মোহসিন খান, সিদ্ধার্থ নিগম, ওয়াসির আলি, গুলকি যোশী এবং ‘গুম হ্যাঁ কিসি কে পেয়ার ম্যায়’ খ্যাত ভাবিকা শর্মার নাম অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় য🍷ুক্ত হল পারস ছাবড়ার নাম।