জি 🉐বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ইচ্ছে ধারী নাগ কন্যা। ইতোমধ্যেই প্রোমো প্রকাশ্যে এসেছে। যদিও নাম ভূমিকায় কাকে দেখা যাবে সেটা জানা যায়নি। তবে শীঘ্রই এই মেগা শুরু হয়ে যাবে বলেই খবর। ইচ্ছে ধারী নাগ কন্যাকে জায়গা দিতে শেষ হচ্ছে কোন ধার🦋াবাহিক? অমর সঙ্গী।
আরও পড়ুন: অভিনেত্রী হিসেবে আখের𓂃েই পুনর্জন্ম হয়েছে কৌশানির! সাফল্য পেতে, নিজেকে বদলাতে কী কী করেছেন?
শেষ হচ্ছে অমর সঙ্গী
২০২৪ সালের আগস্ট মাসের ১২ তারিখ শুরু হয়েছে অমর সঙ্গী 💎ধারাবাহিকটি। মাত্র সাত থেকে আট মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলির এই ধারাবাহিক। কিন্তু কেন? জি বাংলায় নতুন গল্প আসছে। আসছে ইচ্ছেধারী নাগকন্যা। সদ্যই প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের প্রোমো। আর তারপরই ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই আসন্ন ধারাবাহিকের জন্য কোপ পড়তে চলেছে অমর সঙ্গীর উপর।
যতই অল্প দিনেই শেষ হতে চলুক না কেন🌌 এই ধারাবাহিক কিন্তু দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। নিত্য নতুন টুইস্ট আসছে গল্পে। এই প্রথমবার কꦍোনও ধারাবাহিক বা কোনও প্রজেক্টের জন্য জুটি বেঁধেছেন তাঁরা। আর প্রথম কাজেই বিপুল ভালোবাসা পেয়েছেন।
অমর সঙ্গী ধারাবাহিকে নীল এবং শ্যামৌপ্তির চরিত্রে নাম রাজ ও শ্রী। গল্পে দেখা যায় রাজ ඣগরীব পরিবারের ছেলে। কিন্তু সে নিজের সত্য, বাস্তবতা লুকিয়ে রাখে শ্রীর থেকে। অন্যদিকে শ্রী প্রভাবশালী পরিবারের মেয়ে। প্রথমে সব লুকিয়ে রাখলেও বিয়ের আগে হবু স্ত্রীকে নিজের সত্যতা জানিয়ে দেয়। কিন্তু সেটা শুনে অবাক হলেও রাজের হাত ছেড়ে দেয় না শ্রী। বরং দুজন মিলে দুই পরিবারের মন জেতার চেষ্টা করতে থাকে। কিন্তু এভাবে হঠাৎ যদি এই ধারাবাহিক শেষ হয়ে যায় সেটা যে দর্শকদের মনে প্রভাব ফেলবে সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও এটা কেবলই গুজব না বাস্তব সেটার উত্তর সময়ই দেবে।
আরও পড়ুন: 'আমায় ইদ মুবারক জানাবেন না', ঘোষণা তসলিমার, হঠাৎ কী হল 'লজꦺ্জা' লেখিকার?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, খালি অমর সঙ্গী নয়। সাম্প্রতিক অতীতে একাধি꧋ক ধারাবাহিক বছর ঘোরার আগেই শেষ হয়ে গিয়েছে। কোনও কোনও🙈 ক্ষেত্রে তো ৩-৪ মাসেও দাঁড়ি পড়েছে ধারাবাহিকের পথ চলায়।