সদ্যই জানা গিয়েছে বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর পথ আলাদা হয়েছে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার। তবে তাঁদের সম্পর্কে ভাঙন ধরলেও, তাঁরা জানিয়েছেন যে তাঁরা এক অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন। তবে এত কিছুর পরও এড়ানো যায়নি চর্চা। দু'জনের বিচ্ছেদের খবর তাঁদের অনুরাগীদেরও বেশ হতাশ করেছে। কারণ অনুরাগীরা তাঁদের জুটি হিসেবে খুব পছন্দ করতেন। তবে সেই প্রসঙ্গে এত দিন তামান্না বা বিজয় কাউকেই খুব একꦦটা কথা বলতে দেখা যায়নি। তবে এবার এক সাক্🌺ষাৎকারে বিজয় এই ব্যাপারে মুখ খুলেছেন। বিজয় যে কোনও সম্পর্কের সব দিক গ্রহণ করার কথা বলেছেন।
আরও পড়ুন: ‘কেশরি চ্যাপ্টার ২’-এর পোস্টারে বড় চমক! অক্ষয়ের সঙ্গে এবার মাধবন, আইনজীবীর ভ✨ূমিকায় নজরকাড়া অনন্যা
আরও পড়ুন: ল্যাকꦫমে ফ্যাশন উইকে অনামিকা খান্নার পোশাক পরে হাঁটলেন সারা! মেয়ের কৃতিত্বে কী বললেন নীলাঞ্জনা?
সম্পর্ককে তিনি আইসক্রিমের সঙ্গে তুলনা করেছেন
বিজয় বর্মা সম্প্রতি আইএএনএসকে দেওয়া𒁃 এক সাক্ষাৎকারে সম্পর্কে নিয়ে নানা কথা ও তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখী থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং তা সঙ্গে নিয়ে এগিয়ে যান।’
আরও পড়ুন: হাতে🅘 চোট, মুখ ভর্তি দাড়ি, বাইকের পিছনে দক্ষিণী সুন্দরীক𓄧ে নিয়ে উত্তরবঙ্গে কার্তিক! কী হল হঠাৎ?
প্রসঙ্গত, তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মা প্রায় দুই বছর ধরে ডেট করেছেন। এই মাসের শুরুতে তাঁদের ব্রেকআপের খবর প্রকাশ্যে এসেছে। তবে, তাঁরা কেন আলাদা হলেন সে বিষয় এখনও স্পষ্ট নয়। সম্প্রতি রবিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাঁদের দেখা গেলেও তাঁরা আলাদা আꦑলাদা ভাবে তা উপভোগ করেছেন। বর্তমানে তামান্না এবং বিজয় উভয়েই তাঁদের কাজ নিয়ে ব্যস্ত।
আরও পড়ুন: সায়ন্ত অতীত, দ🎉েবচন্দ্রিমা-কিরণের বন্ধুত্ব এখন বেশ গভীর, মাঝরাতে কী করলেন ২ নায়িক♕া
আরও পড়ুন: বাবা-মা চাইতেন মনীষা শিক্ষক হবেন, সেখান থেক🔴ে কীভাবে এলেন অভিনয় জগতে? জানালেন পর্দার 'রাঙামতী'