আরজি কর কাণ্ড ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আম-জনতা থেকে শিল্পী মহল, অ🍸ভিনেত্রী-অভিনেত্রী, কমবেশি সকলেই পথে নেমেছেন নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন। এবার পথে নামলেন বাংলার ইউটিউবার ও সোশ্যাল মিডিয় ইনফ্লুয়েন্সাররা। আর সেই মিছিলেই দেখা মিলল, ভাইরাল নন্দিনীদিদি থেকে ঝিলাম গুপ্তর।
২২ অগস্ট, বৃহস্পতিবার পাটুলীতে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। সেই মিছিলেই স্লোগান দিতে দেখা গেল ভাইরাল নন্দিনী দিদিকে। ‘We Want Justice’ স্লোগান দিতে দেখা গেল তাঁকে🎃। মিছিলে দেখ🍸া মেলে আরও এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ঝিলাম গুপ্তর, ছিলেন আরও অনেক পরিচিত মুখ।

এদিন মিছিল থেকেও বহু ইউটিউবার𝐆কে লাইভ ভিডিয়ো করে নেটজনতার কাছে পৌঁছে যেতেও দেখা যায়।
এদিকে আরজি কর কাণ্ডের জেরে রাজ্যজুড়ে যে প্রতিবাদের আগুন ছড়িয়েছে, সেই আঁচ লেগেছে দেশের ☂অন্য প্রান্তেও।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের জেরে গত রবিবার পথে নেমেছিলেꩵন সিনেমার দুনিয়ার ব্যক্তিত্বরা। টেকনিশিয়ানস স্টুডিয়োতে জড়ে হয়ে বাসে করে তাঁরা পৌঁছেছিলেন শ্যামবাজারে, সেখানেই প্রতিবাদে মুখর হন সকলে। তার ঠিক আগের দিন রাতেই আবার পথে নেমেছিলেন নাট্যকর্মী ও ব্যক্তিত্বরা। এরপর ১৯ অগস্ট পথে নামেন সঙ্গীতশিল্পীরা। পরে ২১ অগস্ট পথে নামেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীরা। এদিনই আবার নিজের নাচের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দীক্ষামঞ্জরীর সামনেই প্রতিবাদে সরব হন সৌরভ-ডোনা-সানা। এরপর আগামী ২৫ অগস্ট ছোটপর্দার তারকাদেরও পথে নামার কথা রয়েছে। তাঁরꦺা ওইদিন ইন্দপুরী স্টুডিয়ো থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করবেন। এমনকী এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন সোনাগাছির মহিলারাও। তাঁদের সাফ কথা নির্যাতিতা বিচার না পেলে এবার তাঁরা দুর্গাপুজোয় মাটি দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এখানেই শেষ নয়। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ সহ বিভিন্ন সংগঠনের তরফে রোজই চলছে কোনও না কোনও প্রতিবাদ সভা কিংবা মিছিল। যতক্ষণ নির্য💫াতিতা বিচার পাচ্ছেন। তাঁর পরিবার বিচার পাচ্ছেন ততক্ষণ কেউই থামতে রাজি নন। এরমধ্য অনেকেই আবার স্বাস্থ্যমন্তী, পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তুলেছেন।