বেশ কয়েক বছর আগে♐ প্যান কার্ড করিয়ে থাকলে এর তথ্যগুলি আপডেট করা জরুরি। তেমনই একটি তথ্য বা বিষয় হল প্যান কার্ডের ছবি ও ঠিকানা। অনেক আগে প্যান কার্ড করানো থাকলে এর ছবিটাও পুরনো হওয়া স্বাভাবিক। বাড়ি বদলালে পুরনো প্যান কার্ডও আপডেট করাতে হয়। এখন অনলাইনেই সহজে এই আপডেট করে নিতে পারবেন। কীভাবে অনলাইনে প্যান কার্ড আপডেট করবেন? কীভাবেই বা আপনার কাছে আসবে নতুন আপডেটেড প্যান কার্ড? জেনে নেওয়া যাক।
অনলাইনে প্যান কার্ড আপডেট করার পদ্ধতি
ಞ১. প্রথমেই বলে রাখা জরুরি, আপনার কাছে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বা আধার eKYC করানোর বিকল্প থাকলে প্যান কার্ড আপনি অনলাইনেই আপডেট করতে পারবেন। অন্যথায় আপꦗনাকে অনলাইন ফর্ম ভরানোর পাশাপাশি নিকটস্থ পরিষেবা কেন্দ্রে গিয়ে সহায়ক নথি জমা দিতে হবে।
২. প্যানের 🃏ছবি আপডেটের জন্য আপনাকে প্রথমে অফিসܫিয়াল ওয়েবসাইট www.pan.utiitsl.com/csf.html-এ যেতে হবে। এই সাইটে গেলেই আপনি ‘অ্যাপ্লাই ফর চেঞ্জ/কারেকশন অব প্যান কার্ড’ বিকল্পটি পাবেন।
৩. ওই বিকল্পে ক্লিক করলেই আপনার কাছে একটি পেজ খুলে যাবে। এই পেজে ♌গিয়ে আপনাকে সিলেক্ট করতে ডিজিটাল পেপারলেস প্যান অ্যাপ্লিকেশন বিকল্পটি।
৪. পরের ধাপে আপনাকে প্যান নম্বরটি লিখে সিলেক্ট করতে হবে ‘Both physical PAN Card and e-PAN’ বিকল্পটি। এই বিকল্পে গিয়ে সাবমিট করলে প্যানಌের নম্বর পুনরায় দিতে হবে। এবারে একটি নতুন পেজ খুলবে যেখানে প্রথমেই একটি রেফারেন্স🦩 নম্বর দেখাবে। ওই নম্বরটি নোট করে রেখে দিন আপনার কাছে।
৫. পরের পেজটিতে আপনার ব্যক্তিগত তথ্য চাইবে। এই তথ্য দিয়ে পরবর্তী ধাপে গেলে আপনাকে ঠ🔯িকানাসংক্রান্ত তথ্য চাইবে। সেটি ✨দেওয়ার পর চলে যান অন্যান্য তথ্যের পেজে।
৬. এর পর শেষ ধাপ নথি আপলোডের ধাপ। ছবি ও নথি আপলোড করার পর আপনাকে আধারভিত্তিক সইয়ের জন্য ৫ টাকা ৯০ পয়সা অনলাইনে পেমেন্ট করতে হবে। তাহলেই ফর্মটি জমা পড়ে যাবে। সাধারণত ৯০ দিনের মধ্যে প্যান কার্ড সংশোধিত ♌হয়ে যায়। আপনার মেলে ও বাড়ির ঠিকানায় 🐈পৌঁছে যাবে যথাক্রমে ই-প্যান ও ফিজিক্যাল প্যান কার্ড।
৭. যদি⛎ অনলাইনে আবেদন করতে না পারেন, তাহলে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে ফিলাপ করে ফেলুন। এর পর সেটি নিকটস্থ প্যান পরিষেবা কেন্দ্রে গিয়ে সহায়ক 🎃নথির সঙ্গে জমা দিন।