জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রদেব হলেন, বিলাসিতা, বৈভব, ধন, ঐশ্বর্যের কারক। শুক্রের চাল সমান্য বদল হলেই এই সমস্ত দিকের নানান পরিবর্তন দেখা যায়। এরফলে কিছু রꦆাশির ভাগ্যে বড় পরিবর্তন আসে। শুক্র এবার স্বরাশি বৃষে প্রবেশ করতে চলেছেন। আর তা কবে হবে? শুক্রের বৃষে গোচরের ফলে কোন কোন রাশির সৌভাগ্যের রাস্তা চওড়া হবে? দেখে নিন।
মেষ
এই গোচর আপনার রাশিতে ধনভাবে তৈরি হয়েছে। এই সময় আকস্মিক ধনপ্রাপ্তি হবে। আপনার বিলাসিতা আর ভৌতিক সুখও বাড়বে। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের যোগ দেখা যেতে পারে। কোনও ব্যবসায়িক যোজনায় বিনিয়োগের বিষয়ে ভাবনা চিন্তা করলে তা এবার শুরু করতে পারেন। এই সময় আপনাꦰর আয়ের দিক থেকে পেশাগত পরিস্থিতি আগের থেকে ভালো হবে। সামাজিক সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। ♌;
কর্কট
শুক্র গ্রহ আপনার গোচর কুণ্ডলীতে আয় আর ল൩াভের স্থানে রয়েছেন। এই সময় আপনার আয়ে হু হু করে উন্নতি দেখা যাবে। আপনার আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। সরকারি চাকরিতে আসবে সাফল্য। যদি সরকারি চাকরিতে সাফল্য পেতে সদ্য কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে এই সময় সাফল্য পাবেন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। শুক্রের কৃপায় প্রেম আর সদ্ভাব পরিবারে সকলের মধ্যে বজায় থাকবে।
সিংহ
শুক্র গ্রহ আপনার রাশিতে কেরিয়ার আর ব্যবসার স্থানে সঞ্চরণ করছেন। এই সময় কাজের দিক থেকে আপনি উল্লেখযোগ্য লাভ করবেন। বাড়বে মান সম্মান। ব্যবসায়ীদের জন্য ডিল এই সময় ভালো লাভ দিতে পারে। যাঁ♎রা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন লাভ। চাকরিরতরা ক🗹র্মস্থলে নতুন দায়িত্ব পাবেন। পদোন্নতি হতে পারে। কোথাও বিনিয়োগের বিষয়ে ভাবলে তা আপনাকে লাভ দেবে।
কবে রয়েছে শুক্রের গোচর?
মে মাসে শুক্র, স্বরাশি বৃষে প্রবেশ করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚারা লাভের🥃 মুখ দেখতে চলেছেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই কℱরেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )