বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার শঙ্কা প্রকাশ করে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস। সেই প্রতিবেদনে বাংলাদেশ সরকারের 'কান লাল' হয়েছিল। যদিও নিউইয়র্ক টাইমসের রিপোর্টকে তারা খারিজ করে দিয়েছিল। এই আবহে বড় মন্তব্য করলেন বাংলাদেশি উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর কথায়, 'বাংলাদেশে কোনও ভাবেই উগ্রপন্থাকে স্থান দেওয় হবে না।' (আরও পড়ুন: ভারতে ওয়াকফের অধীনে কতটুকু জ🎐মি আছে? সেই সꦡব সম্পত্তির দাম কত?)
আরও পড়ুন: 'গাধা সবসময় গাধাই থাকে', জিবলি আর্টে ট্রোল ই⛄উনুস, মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়
মাহফুজ আলম বলেন, 'মহাম্মদ ইউনুসের নেতৃত্ব বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য আমরা কাজ করছি। নির্বাচনের মাধ্যমে যাতে যথাসময়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরিত করতে পারি, সেটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। কোনওভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আমরা যদি দেখি যে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে শীঘ্রই কঠোর অবস্থানে যাব। বর্তমান প্রেক্ষাপটে অনেকেই সুযোগ পেয়েছেন। কেউ সুযোগের সদ্ব্যবহার না করে দুর্ব্যবহার করলে আমরা অবশ্যই হার্ডলাইনে যাব।' (আরও পড়ুন: ওয়াকফ বি🍰লের সমর্থনে পথে মুসলিম মহিলারা, উঠল 'মোদী জিন্দাবাদ' স্লোগান)
আরও পড়ুন: 'সংসদ ভবনও ওয়াকফ সম্পত্তওি...', বিরোধীদের তোপ ম🃏ন্ত্রী কিরেন রিজিজুর
উল্লেখ্য, এর আগে ভারতের একাধিক রাজ্য মিলিয়ে 'অখণ্ড বাংলাদেশ' গড়ার ডাক দিয়েছিলেন মাহফুজ। তাঁর সেই পোস্ট ঘিরে অবশ্য বিতর্ক শুরু হয়েছিল বাংলাদেশেই। মহম্মদ ইউনুসের 'ডান হাত' হিসেবে পরিচিত এই মাহফুজ আলম। তাঁকে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন ইউনুস। মাহফুজকেই 'বিপ্লবের মাথা' আখ্যা দিয়েছিলেন ইউনুস। বর্তমানে মাহফুজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা তিনি। (আরও পড়ুন: ‘বিশ্বের সবচেয়ে বেশি ওয়াক🌜ফ সম্পত্তি রয়েছে ভারতে,তাও দেশের মুসলি♍মরা গরিব কেন?’)