করোনার টিকা নেওয়ার পর অন✨েকে মানুষের হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে। এমনটাই দাবি করা হয়েছে, এইমস গোরখপুরের একটি গবেষণায়। তাতে দাবি করা হয়েছে, কোভিশিল্ড নেওয়ার পর এই সব মানুষের মধ্যে হৃদরোগের সমস্যা দেখা গিয়েছে। যদিও খুব কম রোগীর মধ্যেই এই সমীক্ষা চালানো হয়েছে। এই অবস্থায় এ ন💖িয়ে আরও বড় আকারে গবেষণা করার প্রয়োজন বলে সুপারিশ করা হয়েছে গবেষকদের রিপোর্টে।
আরও পড়ুন: জীবন বদলে দিয়েছে কোভিড-১৯, গত পাঁচটি বছর এই কারণেই অন্য সব সময়ের চে♏য়ে আলাদജা
গোরখপুরের এইমস হাসপাতালের গবেষক অবিন কুলাথনকল ও মহম্মদ আবু বশর এনিয়ে রোগীদের মধ্যে সমীক্ষা চালান। চলতি সপ্তাহে তাঁদের সেই সমীক্ষার রিপোর্ট একটি গবেষণাপত্রে প্রকাশ করেন। তাতে দাবি করা হয়েছে, সব মিলিয়ে ২৭০৮ জন রোগীর উপরে এই সমীক্ষা চালানো হয়েছিল। এই সমস্ত রোগীরা বেশিরভাগই কোভিশিল্ড নিয়েছিলেন।এই প্রতিষেধক নিয়েছিলেন প্রায় ৭০ শতাংশ। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। এরমধ্যে ১১১৪ জন মারা গিয়েছেন। বাকিরা সুস্থ হওয়ার পর বাড়ি ফিরেছিলেন। গবেষণায় বলা হয়েছে, যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের ৩১ শতাংশের এই হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে। যদি🧔ও সমস্যা আগে থেকে ছিল নাকি কোভিশিল্ড নেওয়ার পর হয়েছে তা অবশ্য গবেষণায় বলা হয়নি।
মূলত, যাঁদের হৃদরোগ ধরা পড়েছে তাঁরা করোনার টিকা নিয়েছিলেন বা কোন টিকা নিয়েছিলেন? এসব নিয়ে সমীক্ষা চালানো হয়। রিপোর্টে বলা হয়েছে, এই রোগীদের অনেকেই শ্বাসজনিত সমস্যা ও স্নায়ুর সমস্যাও ভুগছেন। রিপোর্ট অনুযায়ী, বয়স্কদের ক্ষেত্রে সমস্য൲া বেশি। অন্যদিকে, টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে পুরুষদের হাসপাতালে ভর্তির সংখ্যাও মহিলাদের তুলনায় বেশি।