🦹 পরীক্ষা শেষ। রেজাল্টও বেরিয়ে গিয়েছে অনেকের। আর তারপর থেকে একেবারে সকাল থেকে মোবাইলে রিলস দেখতে বসে যাচ্ছে অনেকেই। কারোর বয়স ১০ কারোর বয়স ৭। তাতে কী! সকাল থেকে রাত পর্যন্ত ডুবে আছে মোবাইলে।
♔ এদিকে ছোটরা যাতে সমাজমাধ্যম দেখতে না পারে তার জন্য নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টে আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল। , শুক্রবার সেই মামলার ব্যাপারে কী জানিয়েছে সুপ্রিম কোর্ট সেটা জেনে নিন। তবে আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছেআদালত জানিয়েছে এটা নীতিগত বিষয়। তাই আদালত এতে অংশগ্রহণ করতে চায় না। বিচারপতি বিআর গভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ জানিয়েছে মামলাকারী এব্যাপারে আইন আনার জন্য আবেদন করতে পারেন।
মামলাকারীর আইনজীবী জানিয়েছিলেন ১৩ বছরের নীচে শিশুদের সমাজমাধ্যম নিষিদ্ধ করা হোক। জেপ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। ওই সংগঠনের দাবি ছোটদের জন্য বেশ বিপদ ডেকে আনছে সোস্যাল মিডিয়ার অত্যাধিক ব্যবহার। এর জেরে শিশুদের মনের পাশাাপাশি শরীরের উপরেও নানা প্রভাব ফেলছে। সেকারণে ১৩ বছরের নীচে শিশুরা যাতে সমাজমাধ্যম🧜 ব্য়বহার করতে না পারে সেকারণে রাশ টানার জন্য় আবেদন করেছিল ওই সংস্থা। সেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল শিশুরা যাতে সমাজমাধ্যম ব্যবহার করতে না পারে সেকারণে বায়োমেট্রিক ব্যবস্থা করা হোক।