আচমকাই বড় ঘোষণা করলেন বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইন। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন শুক্রবার জানিয়ে দিলেন যে চলতি মরসুমের শেষে তার সঙ্গে ম্যান সিটির চুক্তি শেষ হলে তিনি ক্লাব ছাড়বেন। পেপ গুয়ার্দিওলার দলের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। কারণ বেলজিয়ান এই তারকা ২০১৫ সালে ক্লাবে যোগদানের পর থেকে ম্যানচেস্টারের এই ক্লাবটিকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। এছা🅷ড়াও জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০২২-২৩ মরসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী দলেরও অংশ ছিলেন তিনি।
ম্যানচেষ্টার ছাড়লেন কেভিন ডি ব্রুইন
নিজেই সোশাল নেটওয়ার্কিং সাইট এক্🍒সে এই সিদ্ধান্তের কথা জানান কেভিন ডি ব্রুইন। তিনি লিখেছেন, ‘এই লেখাটা 🎶দেখেই সবাই বুঝতে পারছ, কি বলতে চলেছি। তাই সোজাসুজি মূল্য বক্তব্যে আসছি। ম্যানচেষ্টার সিটিতে আগামী কয়েকটা মাসই আমার শেষ এই ক্লাবে। এই নিয়ে লেখাটা মোটেই সহজ নয়, কিন্তু একজন ফুটবলারের জীবনে এই দিনটা আসেন। তাই আমি চেয়েছি, সকলে আমার থেকেই প্রথম এই বিষয়টা জানুন’।
ম্যানচেষ্টার আমার হৃদয়ে থাকবে
এরপর ডি ব্রুইন আরও লিখেছেন, “এই শহর। এই ক্লাব। এখানকার মানুষ, আমাকে সবকিছু দিয়েছে। আমার কিছু করার ছিল না, আমাকে কিছু ফিꦡরিয়ে দিতে হয়েছে! তাই আমরা সবকিছুই জিতেছি। তবে ভালো লাগুক বা না লাগ💜ুক, এবার বিদায় বলার সময় এসেছে। আমাদের পরিবারের জন্য ম্যানচেষ্টারের অর্থ ঠিক কতটা সেটা আমরা জানি, এই শহর আমাদের হৃদয়ে থেকে যাবে সারাজীবন। "
এটাই শেষ মরসুম সিটিতে ব্রুইনের
শেষে তিনি লিখেছেন, “ফুটবল আমাকে আপনাদের সকলের কাছে এনে দিয়েছে। প্রতিটি গল্পের শেষ হয় কিন্তু এখানে খেলাটা অবশ্যই আমার জীবনের সেরা অধ্যায🙈়। আমি স্বপ্নকে তাড়া করতে করতে যখন এখানে এসেছিলাম, তখন জানতাম না এখানে এসে আমার জীবন বদলে যাবে। আসুন একসঙ্গে এই শেষ মুহূর্তগুলি উপভোগ করি। "
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।