জ্যোতিষশাস্ত্রমতে, বুধ আর শনির অবস্থান নানান দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ জাতক জাতিকাদের জীবনে। আসন্ন সময়ে খুব শিঘ্রই বুধ আর শনি তৈরি করবে যুতি। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন𓆏। যার প্রভাব সমস্ত রাশিতে গিয়ে পড়বে। শনিদেব যখন বুধের সঙ্গে যুতি করেন, তার সুপ্রভাবও থাকে যেমনস তেমনই থাকে, তার কুপ্রভাব। দেখা যাক, আসন্ন মাসের শুরুতেই শনি ও বুধের যে যুতি রয়েছে,๊ তাতে লাভ কাদের।
মেষ
আসন্ন সময়ে আয় বাড়তে পারে হু হু করে। কোনও সোর্স থেকে বা কোনও নতুন মাধ্যম থেকে এই আয় হু হু করে বাড়তে পারে। এই সময় যাঁরা🎐 সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছেন, তাঁরা নানানভাবে লাভ পেতে পারেন। সন্তানের সম্পর্কিত কোনও সুখবর এই সময় পেতে পারেন। আপন꧃ি এই সময় বিনিয়োগ থেকে বিপুল লাভ পাবেন। লটারি এই সময় কাটা থাকলে, তা থেকে লাভ পেতে পারেন।
কুম্ভ
বুধ আর শনির যুতিতে সুসময় আসতে চলেছে বহু রাশির। এই যুতি আপনার লগ্নস্থানে হতে আরম্ভ করবে। আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হতে থাকবে। হু হু করে বাড়বে আপনার সামাজিক পরিধি। অনেকের সঙ্গে এই সময় আলাপ হবে। ব্যবসায়ীদের জন্য ২০২৫ খুবই লাভের🔯 হবে। ব্যবসায় অনেক কিছু লাভ হতে পারে। কর্মস্থল থেকে বিপুল উন্নতির যোগ হবে।
মিথুন
শনি ও বুধের এই সংযোগ আপনাকে নানান দিক থেকে লাভ দেবে। এই সময় সব কাজে পাবেন ভাগ্যের সমর্থন। কোথাও যদি ঋণ দেওয়া টাকা আচকে থাকে, তাহলে এবার সেটি পাওয়ার সময়। বিদেশের সঙ্গে কোনও কাজে এবার রকেট গতিতে পাবেন সাফল্য। চাকরিরতরা অফিসে সিনিয়রদের সহযোগিতা পাবেন। প্রমোশনের যোগ রয়েছে। দেশ বিদেশে যাত্রারও যোগ রয়েছে। ꩵকোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজ এই সময় করতে পারবেন।
💙(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)