💞 কলকাতা লাগোয়া বাগুআইটি থানা এলাকায় প্রোমোটারের বাড়িতে ভুয়ো আয়কর হানা। প্রোমোটারের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে আয়কর আধিকারিক পরিচয় দিয়ে তল্লাশি চালানোর অভিযোগে গ্রেফতার ৫ CISF জওয়ান। এই ঘটনায় প্রোমোটারের স্ত্রীকেও গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
𓄧জানা গিয়েছে, গত ১৭ মার্চ বাগুইআটি থানা এলাকার এক প্রোমোটারের বাড়িতে আয়কর হানা হয়। তল্লাশিতে প্রোমোটারের বাড়ি থেকে ২৫০ গ্রাম সোনা ও ৩ লক্ষ নগদ উদ্ধার হয়। এর পর প্রোমোটারকে গ্রেফতার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে বাড়ি ছাড়েন আয়কর আধিকারিকরা। ঘটনার পর বাগুইআটি থানার সঙ্গে যোগাযোগ করেন প্রোমোটার। এর পর জানা যায়, যারা তল্লাশিতে এসেছিলেন তাঁরা আসলে আয়কর দফতরের আধিকারিক নন। ভুয়ো পরিচয় দিয়ে বাড়ি তল্লাশির নামে গয়না ও টাকা ও লুঠ করেছে তারা।
🌄সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এই ঘটনার তল্লাশিতে নামে পুলিশ। এই ঘটনায় দিন কয়েক আগে মুর্শিদাবাদের ফরাক্কা থেকে ১ জনকে গ্রেফতার করেন তাঁরা। তাঁকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে, এই ঘটনায় যুক্ত ৫ জন CISF জওয়ান। এর পর তাঁদেরও গ্রেফতার করেন তদন্তকারীরা। এর পর উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা জানতে পারেন, প্রোমোটারের দ্বিতীয় স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতেই তাঁর বাড়িতে লুঠপাট চালিয়েছেন ওই CISF জওয়ানরা। এর পর প্রোমোটারের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।
🍬জেরায় ধৃত জানিয়েছেন, প্রমোটারের প্রথম পক্ষের স্ত্রীর সন্তানদের সোনা ও টাকার ভাগ থেকে বঞ্চিত করতে বাড়িতে তল্লাশির নামে লুঠের পরিকল্পনা করেন তিনি। এর আগেও বাড়ি থেকে গয়না ও সোনা সরিয়েছেন ওই মহিলা। বুধবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়েছে।