জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছিল ২৩ মার্চ সন্ধ্যায়। সেই এনকাউন্টারে জখম হয়েছে৭ বছর বয়সি এক নাবালিকা। হীরানগর সেক্টরে ভারত-পাক সীমান্তের সান্যাল গ্রামে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীকে খবর দিয়েছিলেন স্থানীয়রা। এরপরই ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। এর জেরে সেখানে গুলির লড়াই শুরু হয়। পরে স্থানীয় এক নাবালিকা এই এনকাউন্টারে ঘায়েল হয়। তাকে হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, আপাতত সেই নাবালিকার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। (আরও পড়ুন: ফের নয়াদিল্লি ꦦ😼স্টেশনে 'প্রচণ্ড ভিড়', কুম্ভকালে পদপিষ্টের দুঃস্বপ্নে ঘুম ভাঙল রেলের)
আরও পড়ুন: চিন্ময় কৃষ꧟্ণ দাস প্রভুর জাম🧔িন মামলায় বড় নির্দেশ বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চের
এদিকে ২৩ মার্চ রাতে এই অভিযান সাময়িক ভাবে স্থগিত করা হয়। ২৪ মার্চ সকাল হতে না হতেই ফের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনা। রিপোর্ট অনুযায়ী, স্থানীয়রাই নিরাপত্তা বাহিনীকে খবর দিয়ে জানিয়েছিল, এলাকায় কয়েকজন জঙ্গি ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। এরপরই সিআরপিএফের কুইক রিঅ্যাকশন টিম এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা যায়, কাঠুয়ায় ৫ জঙ্গিকে ঘিরে আছে বাহিনী। জঙ্গিরা এক দম্পতি ও নাবালিকাকে বন্দি বানিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। তবে তাদেরকে নিরাপদে উদ্ধার করে বাহিনী। তবে সেই সময় জখম হয় নাবালিকা। (আরও পড়ুন: 'বাংলাদেশে শত্রু নয় চি𝓰ন, তারা প্রতিদ্বন্দ্বী', ইউনুসের সফরের আগে দাবি জয়শংরে🎃র)
আরও পড়ুন: ভারতের চিন্তা বাড🥂়িয়ে চিন সফরে কি কোনও♕ চুক্তি করবেন বাংলাদেশের ইউনুস?
এর আগে ২৩ মার্চ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোটে সাংলার এলাকাতেও কিছু 'সন্দেহজনক গতিবিধি' লক্ষ্য করেছিল সেনা। এরপরে নিরাপত্তা বাহিনী যৌথ তল্লাশি অভিযান শুরু করেছিল সেখানে। পুঞ্চ পুলিশের সঙ্গে যৌথভাবে এই অভিযান চালায় ভারতীয় সেনার রোমিও ফোর্স। জানা গিয়েছে, এই অভিযানের সময় বিপুল পরিমাণ বিস্ফোরক, মাদক, ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজৌরি এবং পুঞ্চে হামলা চালানোর জন্যে এই সব নিয়ে আসা হয়েছিল। (আরও পড়ুন: বয়ান🦩বাজির পর্ব শেষ? সেনা কর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে বꦅাংলাদেশে জল্পনা তুঙ্গে)
আরও পড়ুন: ২০২৪-এর♏ প্রথম ১১ মাসে বাংলায় লগ্নি প্রস্তাব ৩৯১৩৩ কোটির, 🥂আর বাস্তবায়ন হয়েছিল...
অপরদিকে গত ২২ মার্চ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার দুর্গম জঙ্গলে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গিয়েছে। সেখান থে✨কে অত্যাধুনিক আগ্নেয়াꦉস্ত্র ও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। ভাদেরওয়ার ভালরা জঙ্গল এলাকায় স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ তল্লাশি অভিযানের সময় এই গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। পুলিশ পরে জানায়, ওই আস্তানা থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও একে অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। তবে এতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানায় পুলিশ।