কলকাতায় এসে ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম🔯্পিয়নদের হারিয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের পারফরমেন্সে বেজায় খুশি দলের ব্যাটিং কোচ তথা মেন্টর দীনেশ কার্তিক। ম্যাচের পর ড্রেসিংরুমে স্পিচের শুরুতেই দিনেশ কার্তিক প্রশংসা করেন যশ দয়ালের। দীনেশ বলেন, ‘ অনেকেই আজকের ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পেরেছে। প্রথমেই আমি বলব যশ দয়ালের কথা। যেভাবে ও দ্বিতীয় ওভারে বোলিং করেছে আর বিশেষ করে ১৯তম ওভারে যেভাবে ও বোলিং করেছে, সেটা অত্যন্ত ভালো ছিল। গতবারওꦍ ও খুবই ভালো বোলিং করেছিল, সেই ধারাই বজায় রেখেছে। ’
চেনা ইডেনে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ফিল সল্ট। কেকেআরের কাটা ঘায়ে নুনের ছিটে দেন তিনিই। তাঁকে না রাখা যে ভুল ছিল, সেটাই বোঝা গেল। তাঁর ব্যাটিংয়ে উচ্ছসিত কার্তিক বললেন, অনেক ভালো ভালো শট খেলেছেন 🎐ফিল সল্ট, এর মধ্যে যেভাবে ও ভরডরহীন ক্রিকেট খেলেছে, সেটা খুবই ভালো ছিল। তোমার জন্যই আমরা প্রতিপক্ষ দলের বোলারদের ওপর চাপ রাখতে পেরেছি, এটাই আমাদে দরকার।
'সল্ট বললেন ক্রুণালের ওভারটাই টার্নিং পয়েন্ট
এরপর ফিল সল্ট বলেন, ‘আমি এই মাঠকে চিনি। তাই শুরুতেই ২ পয়েন্ট তুলে নিতে পেরে খুবই ভালো লাগছে । শুরুতে✅ একটা উইকেট তুলে নিতে পেরে ভালোই হয়েছিল, তবে ওরাও পার্টনারশিপ গড়ে তুলেছিল। তবে মিডল ওভারে আমরাই খেলাটা ঘুরিয়ে নি। ক্রুণাল বোলিং করতে এসে উইকেট নেয়, আর ওটাই ম্যাඣচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ’
IPL 2025 KKR vs RCB Live - ইডেনে হার ডিফেন্ডিং চ্যাম্পিন🦄য়দের,🔯 ৭ উইকেটে জিতল RCB
বোলাররা আইপিএলে চাপে থাকে, বলছেন কার্তিক
দিনেশ কার্তিক এরপর বলেন, ‘আইপিএলে বোলাররা সব সময়ই চাপে থাকে। তবে সেখানে কাম꧑ব্যাক করাটা সব সময়ই দেখায় কতটা দক্ষতা ক্রিকেটারের মধ্যে রয়েছে এবং মানসিকভাবে একজন ক্রিকেটার কতটা শক্তিশালী। তাই ক্রুণালকে এমন ভালো বোলিংয়ের জন্য এবং ম্যাচের সেরা হওয়ার জন্য অনেক শুভেচ্ছা ’।
অভিষেকেই নজরকাড়া পারফরমেন্স
ক্রুণাল পাণ্ডিয়া বললেন, ‘আমি চাইছিলাম একটা ভালো ওভার করে পাল্টা প্রেসার দিতে। প্রত্যেকটা বল বাই বল এগোচ্ছিলাম। এটা প্রথম ম্যাচ ছিল আমার আরসিবির জার্সিতে। সেখানে প্রথম ওভারে ১৫ রান দেওয়ার পর অত ভালো কামব্যাক করে ৩ উইকেট নেওয়া আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়। আর জিততে পারায় নিঃসন্দেহে খুবই খুশি আমি এইꦯ পারফরমেন্সে। ’।
RCB vs KKR,✱ IPL 2025 - ব��িরাট ভাই, বিরাট ভাই….কলকাতায় বাস থেকে লোক নামিয়েখুদে ফ্যানকে দিলেন সই- ভিডিয়ো
দলের অন্যতম যুব সদস্য সূয়শ শর্মা কেকেআর ম্যাচে আন্দ্রে রাসেলকে ক্লিন বোল্ড করে দিয়েছিলেন, যা দেখেও তাঁকে আলাদাভাবে ড্রেসিংরুমে স্পিচের সময় প্রশংসা করেন কার্তিক। এর𝓡পর হ্যাজেলউডের প্রশংসা করেন, যেভাবে প্রচুর ডট বল করেছেন তিনি। আরসিবিতে অভিষেকেই রাকিস সালামের নারিনের উইকেট নেওয়াকে কার্তিক বলেন, ‘ওই সময় নারিনের উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। ওই উইকেটটাই সেই আমাদের দিকে খেলা ঘুরিয়ে দিয়েছিল, তাই জন্য রাসিকের কৃতিত্ব অনস্বীকার্য ’।
IPL 2025- ঝড়ের ধাক্কা কাট💧িয়🦄ে হার্দিক এখন আরও শক্তিশালী! MI অধিনায়কের পাশেপ্রাক্তন কোচ, বলছেন ২০২৪ মরশুমটা খুব কঠিন
শেষে কার্তিক কৃতিত্ব দেন দলের প্রাক্তন এবং বর্তমান অধিনায়ককে। আরসিবির ব্যাটিং কোচ তথা মেন্টর বলেন, ‘ আজকে যিনি শুরুতে নাচের স্কিল দেখিয়ে খেলতে নেমেছিলেন, সেই বিরাটের কথা না বললেই নয়। কেন তাঁকে চেজ মাস্টার বলা হয় সেটাই আবার প্রমাণ করলেন তিনি। এটা সব ব্যাটারেরই শেখার, যে পরিস্থিতি অনুযায়ী বিরাট কীভাবে নিজের খেলা পরিবর্তন করে। শুরুর দিকে হিট করছিল, পরে ও বুঝতে পারে যে🦄 স্রেফ ꧙উইকেটে টিকে থাকলেই চলবে, তখন সেরকম খেলতে থাকে। আর রজত পাতিদার এখানে বেশ কয়েকবছর রয়েছে। কীভাবে প্রতিপক্ষকে চাপে ফেলতে হয় সেটা ও দেখিয়েছে। ওর ঠান্ডা মাথার অধিনায়কত্ব আজকে বেশ নজর কাড়ল ’।